বিশ্বজমিন

১১ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

মানবজমিন ডেস্ক

২০২১-০৪-১৪

১লা মে নয়, আগামী ১১ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তালেবানদের সঙ্গে ১লা মে সেনা প্রত্যাহারে একমত হয়েছিলেন। কিন্তু প্রশাসনে রদবদল এসেছে। নতুন প্রেসিডেন্ট বাইডেন এই সময়সীমা নতুন করে নির্ধারণ করেছেন। সিনিয়র এক প্রশাসনিক কর্মকর্তা মঙ্গলবার বলেছেন, কড়াকড়িভাবে পলিসি পর্যালোচনা শেষে প্রেসিডেন্ট বাইডেন আফগানিস্তানে অবস্থানরত সর্বশেষ মার্কিন সেনাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। আর এর মধ্য দিয়ে ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তার যুদ্ধের ইতি ঘটাতে যাচ্ছে। সেনা প্রত্যাহারের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রে আল কায়েদার সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীকে। বুধবার এক বক্তব্যে বাইডেনও সেই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আগামী ১লা মে ট্রাম্প প্রশাসন সেনা প্রত্যাহারের যে সময়সীমা ঘোষণা করেছিল, তিনি হয়তো তা মিস করবেন। আফগানিস্তানে বর্তমানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ২৫০০ সেনা সদস্য। দেশটিতে এখন তাদের জন্য অবস্থান করা কঠিন এবং অনিরাপদ। বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, সেনা প্রত্যাহারে আর কোনো শর্ত আসবে না। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status