× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্যতিক্রমী এক সমাজসেবকের গল্প

বাংলারজমিন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২১, শুক্রবার

মৌলভীবাজারের জুড়ী উপজেলার  সৌদি আরব প্রবাসী মো. হাবিবুর রহমান হাবিবের নাম এখন মানুষের মুখে মুখে। জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামের মৃত ক্বারী আবুল হাসেমের পুত্র হাবিব দীর্ঘদিন থেকে প্রবাসে জীবন কাটালেও দেশের অসহায় মানুষের খেয়াল সব সময় রাখেন। প্রবাস জীবনের শুরু থেকেই তিনি এলাকার অসংখ্য প্রবাসীদের সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশে বেড়াতে আসলেও তার বাড়িতে  মানুষের ভিড় লেগে থাকে। এলাকার শিক্ষার্থী, দিনমজুর, প্রতিবন্ধী সহ অসহায় মানুষের সেবা করেন দলমতনির্বিশেষে। এমনকি প্রভাবশালীদের নির্যাতনের শিকার অনেকেরও সাহস যুগিয়েছেন তিনি। সম্প্রতি বেলাগাঁও গ্রামের বাসিন্দাগণ জুড়ী নদীর কন্টিনালা অংশের দুই তীর দিয়ে রাবার ড্যাম পর্যন্ত রাস্তাটি সংস্কারেরও উদ্যোগ নেন তিনি। রাস্তাটি সরজমিন পরিদর্শনে গেলে বেলাগাঁও এলাকার বাসিন্দা প্রবাসী মিন্টু মিয়া, লিয়াকত আলী, হারিস মোহাম্মদসহ অনেকেই মানবজমিনকে জানান, রাস্তার সমস্যার কারণে কৃষক-শ্রমিক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগে ছিল।
হাবিবুর রহমান হাবিব এলাকাবাসীকে ডেকে নিজ খরচে রাস্তা তৈরি করেছেন। এতে মানুষ অনেক উপকৃত হচ্ছে। হাবিবুর রহমান হাবিব বলেন, আমি যত বেশি মানুষের সমস্যা সমাধানে এগিয়ে গেছি, তত বেশি আল্লাহ আমার রোজগার বাড়িয়ে দিয়েছেন। সুযোগ পেলে আরো বৃহত্তর পরিসরে মানুষের সেবা করার ইচ্ছা আছে আমার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর