বিশ্বজমিন

জিমি লাইকে ১৪ মাসের কারাদণ্ড

মানবজমিন ডেস্ক

২০২১-০৪-১৬

হংকং-এর গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাইকে ১৪ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অনুমতি ছাড়া সমাবেশ করার দায়ে তাকে এ সাজা দেয়া হয়েছে। ২০১৯ সালে যে গণতন্ত্রপন্থী আন্দোলন হয়েছিল তাতে লাইসহ আরো বেশ কয়েকজন অধিকারকর্মীকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ৭৩ বছর বয়সী জিমি লাই এপল ডেইলি গণমাধ্যমের প্রতিষ্ঠাতা। এটি চীন সরকারের প্রবল সমালোচনার জন্য পরিচিত। হংকং-এর ওপর চীন যখন ক্রমাগত প্রভাব বৃদ্ধি করছে তখনই এই রায় দেয়া হলো। বিবিসি জানিয়েছে, ২০১৯ সালের ওই সমাবেশে যোগ দেয়ার জন্য আরো কয়েকজন অধিকারকর্মীকে কারাদণ্ড দেয়া হয়েছে।
এদিকে গত সপ্তাহের প্রথমে এপল ডেইলি জিমি লাইয়ের হাতে লেখা একটি চিঠি প্রকাশ করে। এতে তিনি বলেন, সাংবাদিক হিসেবে আমাদের কাজ হচ্ছে ন্যায় বিচারের জন্য কাজ করে যাওয়া। তার বিরুদ্ধে আরো ৬টি অভিযোগ দায়ের করা আছে। এরমধ্যে দুটি মামলা হয়েছে হংকং-এর নতুন জাতীয় নিরাপত্তা আইনে। এতে তার আজীবন কারাদণ্ড হতে পারে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status