অনলাইন

একাত্তর টিভির নির্বাহী প্রযোজক রিফাতের মৃত্যু

স্টাফ রিপোর্টার

২০২১-০৪-১৬

সন্তান প্রসবের পর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একাত্তর টেলিভিশনের নির্বাহী প্রযোজক রিফাত সুলতানা। শুক্রবার বিকালে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। প্রসবজনিত জটিলতার পাশাপাশি রিফাতের করোনা পজেটিভ ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। রিফাতের সহকর্মী একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার শারমিন নীরা জানান, আগে থেকেই রিফাতের প্রসবজনিত জটিলতা ছিল বলে তারা জানতে পেরেছেন। যে কারণে তার আইসিইউ সাপোর্ট দরকার পড়ে। বৃহস্পতিবার তাকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার দুপুর ১২টায় প্রসবের পর রিফাতের নবজাতককে এনআইসিইউতে রাখা হয়। বিকালে আইসিইউতেই রিফাতের মৃত্যু হয়। রিফাতের স্বামীও একাত্তর টিভিতে কর্মরত। তারা দুজনই করোনা আক্রান্ত ছিলো। রিফাতের দুই বছরের জমজ দুই ছেলে আছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status