× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে মদসহ গ্রেপ্তার ৩

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৭ এপ্রিল ২০২১, শনিবার

সিলেটের দক্ষিণ সুরমা থেকে পুলিশি অভিযানে ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে পুলিশ এ অভিযান চালায়। পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরস্থ আপন রেস্তরাঁর সামনে মাদক বেচা-বিক্রির সময় পুলিশ অভিযান চালায়। এ সময় সেখান থেকে চুনারুঘাটের বালিয়ারী গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে মো. আব্দুর রহিম রাজু, কিশোরগঞ্জের বাজিতপুর থানার ভাগলপুর গ্রামের রতন মিয়ার ছেলে মো. রবিন ও সিলেটের চাঁদনীঘাটের রইছ মিয়ার ছেলে মো. বাদল আহমদকে আটক করে পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা ৩৫ বোতল মদ উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর