কলকাতা কথকতা
কলকাতা কথকতা
পঞ্চম দফার ভোটে আক্রান্ত বিজেপি প্রার্থী রাজু বন্দোপাধ্যায়(অডিও)
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২১-০৪-১৭
কিছু বিক্ষিপ্ত হাঙ্গামা সত্ত্বেও পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোট নির্বিঘ্নেই সমাধা হলো। যদিও পানিহাটি, বরাহনগর, কল্যাণী, বিধাননগর, বর্ধমান উত্তরে পরিস্থিতি উত্তপ্ত ছিল। কিন্তু বড় মাপের কোনো সন্ত্রাসের ঘটনা ঘটেনি। শুধু কামারহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রাজু বন্দোপাধ্যায়ের গাড়ি আক্রান্ত হয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে সন্ধ্যার মুখে। রাজুর অভিযোগ, তৃণমূল প্রার্থী মদন মিত্র বাইরের গুন্ডা এনে এই ঘটনা ঘটিয়েছেন।
(বিস্তারিত শুনুন অডিওতে)
(বিস্তারিত শুনুন অডিওতে)