× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মালদ্বীপ দূতাবাসের ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

দেশ বিদেশ

 মো: এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ থেকে
১৮ এপ্রিল ২০২১, রবিবার

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ হাই কমিশন, মালদ্বীপে গতকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপনকরা হয়। দিবসটি উপলক্ষে হাই কামিশন ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় । পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয় । হাই কমিশনের প্রথম সচিব ও দুতালায় প্রধান জনাব মো: সোহেল পারভেজ দিবসটির তাৎপর্য ও প্রেক্ষাপাট ব্যাখ্যা করে তার বক্তব্য প্রদান শেষে, মুজিবনগর দিবস উপলক্ষে অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় । অনুষ্ঠানের প্রধান অতিথি হাইকমিশনার রিয়াল এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান তার মূল্যবান বক্তব্য প্রদান সময়, প্রথমে তিনি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করেন। তিনি জেলখানায় নিহত জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করেন । জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির কথা বিশেষভাবে উল্লেখ করেন। করোনা মহামারীর প্রাদুর্ভাব এবং স্বাগতিক দেশের জনসমাগমের উপর কঠোর বিধি নিষেধের কারণে সীমিত পরিসরে হাই কমিশনের অভ্যন্তরে অনুষ্ঠানটি পরিচালনা করা হয় ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর