দেশ বিদেশ

প্রকৃতি সুরক্ষায় যাত্রা শুরু করলো ‘জোনাকি ফাউন্ডেশন’

২০২১-০৪-১৯

বৈশ্বিক দূষণ থেকে সবুজ বাংলাদেশ এবং তার জীববৈচিত্র্যের সুরক্ষা নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ১২ মার্চ, ২০২১ ইং তারিখে ঢাকার একটি স্বনামধন্য হোটেলে, বাংলাদেশের প্রথম ফাইন পারফিউম ব্র্যান্ড ‘জোনাকি বাই নাসরিন জামির’ এর ডিজাইনার নাসরিন জামির স্বয়ং উদ্বোধন করেন ‘জোনাকি ফাউন্ডেশন’। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ, তার স্ত্রী আক্কি ওকমা, সাবেক রাষ্ট্রদূত মুহাম্মদ জামির, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন, এফএও এক্সপার্ট জন টেইলর এবং দূর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন এর দূর্জয় রহমান জয়।   

‘জোনাকি বাই নাসরিন জামির’ পারফিউম ফ্রান্স থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে ডিজাইন করা হয়েছে এবং এটি মালয়েশিয়াতে উৎপাদিত। চট্টগ্রামের সবুজঘেরা পাহাড়ি রুপবৈচিত্র্য, জলাধার, আর সেই মনোরম প্রকৃতির মাঝে ছড়িয়ে থাকা জোনাকির সৌন্দর্যের মাঝে শৈশব কাটিয়েছিলেন নাসরিন জামির। আর সেই স্মৃতিবিজরিত মুহুর্তগুলো অনুপ্রাণিত হয়ে তিনি এই ফ্রেগরেন্সটি তৈরি করেন। এবার সেই প্রকৃতিতে জোনাকির আলো সারাদেশে আগের রুপে ফিরিয়ে নিতে তিনি এই ফাউন্ডেশনটি শুরু করার উদ্যোগ নেন। তিনি বলেন, “গত বছর যখন জোনাকি ফ্রেগরেন্স ল  করি, তার পরপরই আমি সিদ্ধান্ত নিই সারাবিশ্বের ক্রমবর্ধমান পরিবেশ দূষণের প্রকোপ থেকে জোনাকির সুরক্ষা নিশ্চিতকরণে একটি ফাউন্ডেশন গড়ে তুলবো।” বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব যেভাবে আমাদের জীববৈচিত্র্যের মাঝে প্রভাব ফেলছে, তার মাঝ দিয়ে জোনাকির মতো সকল জীবের সুরক্ষা নিশ্চিত করার নানা পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এই অনুষ্ঠানে। সেইসাথে নিরাপদ পানি নিশ্চিতকরণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার নানা পরিকল্পনা এবং উদ্যোগ তুলে ধরেন নাসরিন জামির।

সেইসাথে ‘জোনাকি বাই নাসরিন জামির’ পারফিউমের পর এবার বিভিন্ন ফ্রেগরেন্স এবং রঙের জোনাকি লিপস্টিক পাওয়া যাচ্ছে সারাদেশে।   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status