× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনায় ইতালিতে বাংলাদেশির মৃত্যু মৌলভীবাজারে লাশ দাফন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২১ এপ্রিল ২০২১, বুধবার

গত ২৩শে মার্চ ইতালি প্রবাসী মো. এরশাদ মিয়া (৭৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সে দেশের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৪শে মার্চ মৃত্যুবরণ করেন। এরশাদ মিয়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডের বাসিন্দা। ১৮ বছর আগে ইতালিতে পাড়ি জমান তিনি। মৃত্যুর ২৬ দিন পর সোমবার রাতে প্রবাসী এরশাদ মিয়ার লাশ শ্রীমঙ্গল উপজেলা শহরের কালিঘাট রোডের কবরস্থানে দাফন করা হয়। রাত ১২টার দিকে লাশ এসে পৌঁছালে খবর পেয়ে আগে থেকে সেখানে উপস্থিত থাকা দাফন কাফন টিম প্রায় ৩টা পর্যন্ত তার লাশ কবরস্থ করার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। দাফন কাফনে অংশগ্রহণ করেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, টিম লিডার আশরাফুল খান রুহেল, দপ্তর সচিব সিরাজুল হাসান, টিম মেম্বার সোহান আহমদ, মাহবুবুর রহমান অপু, ইয়াসিন তালুকদার, রাফি খান। এ বিষয়ে সংগঠনের চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব বলেন, জীবনের এই শেষ যাত্রায় আত্মীয়স্বজন কিংবা প্রতিবেশীরা নিরাপদ দূরত্ব থেকে দেখছে।
কেউ কাছে আসছেন না করোনার ভয়ে। পৃথিবীতে আমাদের এতো ভালোবাসা সম্পদ আর ক্ষমতার বাহাদুরি কিন্তু শেষ যাত্রায় কেউ পাশে নেই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর