বাংলারজমিন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

২০২১-০৪-২১

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭ জন। মঙ্গলবার পৌনে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক হেলপার চট্টগ্রামের মিরেরশ্বরাই উপজেলার করেরহাটের আলমগীর হোসেন (২৭), মোটরসাইকেল আরোহী চৌদ্দগ্রামের উনকোট গ্রামের রফিক মিয়ার ছেলে পেয়ার আহম্মেদ (৩৫) ও লরিচালক রাসেল (৩৮)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম পুরাতন রাস্তার মাথায় একটি ট্রাক (ফেনী-ট-১১-০০৪৬) দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকামুখী একটি লরিকে (ঢাকামেট্রো-ঢ-৬২-০০১৬) ধাক্কা দিলে পূর্ব দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহত ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার শেষে ফাঁড়িতে নেয়া হয়েছে। আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status