× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

আমতলীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বাংলারজমিন

আমতলী (বরগুনা) প্রতিনিধি
২১ এপ্রিল ২০২১, বুধবার

বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শুনু হাওলাদার (৭০)  নামের এক বৃদ্ধ কৃষককে তার ফুপাতো ভাই মো. মেনাজ ফকির ও তার লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে উপজেলার পূর্ব সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার পূর্ব সোনাখালী গ্রামের শুনু মিয়া হাওলাদারের ফুফাতো ভাই গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের কাঞ্চনবাড়ীয়া গ্রামের মেনাজ ফকিরের সঙ্গে এক একর জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। গতকাল ১২টার দিকে ওই জমিতে মেনাজ ফকির তার লোকজন নিয়ে চাষাবাদ শুরু করেন। খবর পেয়ে শুনু মিয়া হাওলাদার তাদের জমি চাষাবাদে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মেনাজ ফকির ও তার লোকজন শুনু মিয়াকে পিটিয়ে হত্যা করে বীরদর্পে লোকজন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি  চলছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর