কলকাতা কথকতা
কলকাতা কথকতা
কোভিডে প্রয়াত কবি শঙ্খ ঘোষ, রবীন্দ্রোত্তর যুগের অন্যতম সেরা কবির জীবনাবসান (অডিও)
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-০৪-২১
কোভিডের দ্বিতীয় সার্জ প্রাণ কেড়ে নিল কবির। প্রয়াত হলেন রবীন্দ্র উত্তর যুগের অন্যতম সেরা কবি শঙ্খ ঘোষ। করোনায় আক্রান্ত হন তিনি। হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে অস্বীকৃত হন। বুধবার সকালে বাড়িতেই জীবনাবসান হল কবির। শেষ হল একটি যুগের।