× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রেকর্ড ভাঙা-গড়ার ‘খেলায়’ মেতেছেন তামিম-মুশফিক

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২১, বুধবার

তামিম ইকবাল ও মুশফিকুর রহীম দেশের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান। মাঠের বাইরে দু’জনের বন্ধুত্ব দারুণ। দুই বন্ধু মেতেছেন রেকর্ড ভাঙা-গড়ার ‘খেলায়’। রেকর্ডটা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান নিয়ে। এক সিরিজে সবচেয়ে বেশি রানের সিংহাসনে বসছেন মুশফিক। আবার পরের সিরিজে সেটার দখল নিচ্ছেন তামিম। এভাবেই একে-অন্যকে ছাড়িয়ে যাওয়ার মধুর প্রতিযোগিতায় নেমেছেন তামিম-মুশফিক। বুধবার পাল্লেকেলেতে মুশফিককে টপকে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক তামিম।

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে মুশফিকের চেয়ে ২৯ রানে পিছিয়ে ছিলেন তামিম।
ঝোড়ো ব্যাটিংয়ে মুশফিককে তামিম পেছনে ফেলেন ইনিংসের ষষ্ঠ ওভারে। বিশ্ব ফার্নান্দোর পঞ্চম বলটি মিডউইকেটে পাঠিয়ে সিংহাসন দখলে নেন এই ওপেনার। ৫২ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি।

আগের ৭২ টেস্টে মুশফিকের রান ৪ হাজার ৫৩৭। পাল্লেকেলেতে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তামিম (১০১ বলে ৯০ রান)। ৬৩তম টেস্ট খেলতে নামা তামিমের রান ৪ হাজার ৫৯৮।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর