বাংলারজমিন

মানবজমিন-এ সংবাদ প্রকাশের পর ফুলবাড়ীতে ৫ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে মামলা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

২০২১-০৪-২২

‘ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব নীরব প্রশাসন’ শিরোনামে মানবজমিনে সংবাদ প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার দোলাটারিতে অভিযান চালিয়ে একটি ড্রেজার শ্যালো মেশিন ও ট্রাক্টর (লরি) জব্দ করেন। পরে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে ফুলবাড়ী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রোকনুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পলাতক আসামিরা হলেন- দাসিয়ারছড়ার দোলাটারি গ্রামের শহিদুল ইসলাম, তার স্ত্রী শেফালী খাতুন, শিমুলবাড়ী ইউনিয়নের যতীন্দ্রনারায়ণ গ্রামের খাইরুল  ইসলাম, তালুক শিমুলবাড়ী গ্রামের বক্তার আলী ও যতীন্দ্রনারায়ণ গ্রামের সাইফুল ইসলাম মিস্ত্রি। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সারওয়ার পারভেজ জানান, অবৈধ বালু উত্তোলনের সময় জমির মালিক ও ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status