বাংলারজমিন
ময়মনসিংহ সিটির ১৬টি এলাকা করোনায় ঝুঁকিপূর্ণ, সতর্কবার্তা জারি
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
২০২১-০৪-২২
ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৬টি এলাকা করোনায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সতর্কবার্তা জারি করা হয়েছে। করপোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার জানান, সিটির কিছু এলাকায় অধিক করোনা ভাইরাসে আক্রান্ত এলাকা হিসেবে চিহ্নিত করে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় গত ৫ই এপ্রিল থেকে ১৮ই এপ্রিল পর্যন্ত ১৩ দিনে ৩১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঝুঁকিপুর্ণ এলাকাগুলো হচ্ছে- নতুন বাজার, বাউন্ডারি রোড, চরপাড়া-নয়াপাড়া, মাসকান্দা, শিকারীকান্দা, দিগারকান্দা, ভাটিকাশর, কৃষ্টপুর, আলীয়া মাদ্রাসা, বলাশপুর, কেওয়াটখালী, কালিবাড়ী রোড, কাচিঝুলি, আকুয়া-চুকাইতলা-মাদ্রাসা কোয়ার্টার, নওমহল, সারদা ঘোষ রোড, আর কে মিশন রোড। তাই ওই এলাকায় যাতায়াত ও ভ্রমণে সতর্ক থাকা এবং ঘরে থেকে সুস্থ থাকার জন্য ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু আহ্বান জানিয়েছেন।