বাংলারজমিন

মৌলভীবাজারে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২০২১-০৪-২২

মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকা থেকে রিপন দেব নাথ (২৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। জানা গেছে, গতকাল সকাল ১১টার দিকে কুসুমবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। রিপন দেব নাথ মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের ভুজবল গ্রামের নীলমনি দেব নাথের ছেলে। ছিনতাইয়ের শিকার রিপন দেব নাথ জানান তার মালিকানাধীন সমশেরগঞ্জ বাজারে রেডিএন ডায়াগনস্টিক সেন্টারের আল্ট্রাসনোগ্রাম মেশিন কেনার জন্য মৌলভীবাজার শহরের কুসুমবাগ শপিং সিটির সিটি ব্যাংকে ৪ লাখ টাকা জমা দিতে যান। এ সময় হঠাৎ করে একটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা এসে তার হাতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তার হাতে রাখা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রিপনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান বিষয়টি তদন্ত করছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status