খেলা

মুমিনুলের বিদায়

স্পোর্টস রিপোর্টার

২০২১-০৪-২২

নাজমুল হাসান শান্ত ও মুমিনুল হকের পরিণত ব্যাটিংয়ে দ্বিতীয় দিনেও আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। শান্ত ১৬৩ রানে আউট হওয়ার পর এবার ১২৭ রানে বিদায় হলেন মুমিনুল।

দলীয় ৪২৪ রানে ধনঞ্জয় ডি সিলভাকে খেলতে গিয়ে থিরামান্নের তালুবন্দি হন টাইগার অধিনায়ক। সাজঘরে ফেরার আগে ৩০৪ বল খেলে ১২৭ রানের ইনিংসে ১১টি চার মারেন এই বাঁ হাতি টপ অর্ডার ব্যাটসম্যান।

এর আগে শান্ত খেললেন দেড় শতাধিক রানের অসাধারণ ইনিংস। ডাবল সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন ওয়ান ডাউনের এই ব্যাটসম্যান। তবে ১৬৩ রানে থামে শান্তর ইনিংস। দলীয় ৩৯৪ রানে লাহিরু কুমারাকে খেলতে গিয়ে তার হাতেই বল তুলে দেন তিনি। বড় ইনিংসে ৩৭৮ বলের মোকাবেলায় ১৭টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
প্রথম দিন শান্তর সেঞ্চুরি এবং তামিম-মুমিনুলের হাফ সেঞ্চুরিতে দিনশেষে ২ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১২৬ রান নিয়ে শান্ত এবং অধিনায়ক মুমিনুল ৬৪ রান নিয়ে দিনশেষ করেন।

বুধবার ম্যাচের শুরুতে টস জিতে প্রথম ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাইফের উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়ে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় উইকেটে ঘুরে তামিম-শান্ত জুটিতে ঘুরে দাড়ায় টাইগাররা।
সুরাঙ্গা লাকমালের করা ম্যাচের প্রথম ওভারে দুটি চার মেরে দুর্দান্ত শুরু করেন টাইগার ওপেনার তামিম। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়াতে থাকেন তামিম।
এই দুজন মিলে গড়েন ১৪৬ রানের জুটি। ৯০ রানে তামিম ফিরলেও খেলতে থাকেন শান্ত। মুমিনুলের সঙ্গে জুটি বেধে শান্ত টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন। অন্যদিকে মুমিনুল পূর্ণ করেন ১৪তম ফিফটি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status