বিশ্বজমিন
হাসপাতালে নীরব থাকতে বলায় চিকিৎসকের ওপর ছুরি নিয়ে হামলা
মানবজমিন ডেস্ক
২০২১-০৪-২২
ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে করোনায় আক্রান্ত এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন ভাউসাহেব গাইকওয়াদ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে নীরবতা পালন করার অনুরোধ জানাতেই তিনি চিকিৎসকের ওপর ছুরি নিয়ে হামলা চালান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ দৃশ্য সম্বলিত ভিডিও। পরে সেই ফুটেজ ধরে পুলিশ ভাউসাহেবকে গ্রেপ্তার করেছে। গত ২০শে এপ্রিল এ ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নন্দেদ জেলায়। অভিযোগে বলা হয়েছে, হাসপাতালে গিয়ে রোগীর কাছে বেশ জোরে জোরে কথা বলছিলেন ভাউসাহেব। তা নিয়ে অন্য রোগী ও তাদের অভিভাবকরা আপত্তি জানিয়েছিলেন। এজন্য ওইসব অভিভাবকের সঙ্গে তিনি ঝগড়ায় লিপ্ত হন। পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন একজন চিকিৎসক। কিন্তু অভিযুক্ত ভাউসাহেব একটি ছুরি বের করেন। ডাক্তারের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। কিন্তু সেখানে উপস্থিত অন্য স্টাফরা বল প্রয়োগ করে তাকে বিরত রাখে। হাতাহাতি, ধস্তাধস্তিতে ওই ডাক্তার সামান্য আহত হন। পরে স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ করেন ওই চিকিৎসক। এর ভিত্তিতে ফুটেজ ধরে ভাউসাহেব গাইকওয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, রাষ্ট্রীয় কাজে বাধা দেয়াসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।