খেলা

যথা সময়েই হবে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনাল

স্পোর্টস ডেস্ক

২০২১-০৪-২৩

ইউরোপিয়ান সুপার লীগ থেকে সরে দাঁড়িয়েছে সিংহভাগ ক্লাব। প্রস্তাবিত এই আসরকে ঘিরে কড়া বার্তা দিয়েছিল ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা- উয়েফা। সুপার লীগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সুর নরম করেছে তারা।
সুপার লীগে নাম লেখানো ক্লাব ও ফুটবলারদের নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল উয়েফা। এমনকি চলমান চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে ওঠা রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও চেলসিকে বাদ দেয়ারও ইঙ্গিত দিয়েছিলেন উয়েফার এক শীর্ষ কর্মকর্তা। চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লীগের সূচি অনুযায়ী আগামী মঙ্গলবার রিয়াল মাদ্রিদ-চেলসি এবং পরের দিন পিএসজি-ম্যানচেস্টার সিটির সেমিফাইনাল প্রথম লেগে মুখোমুখি হওয়ার কথা। পিএসজি ছাড়া বাকি দলগুলো সুপার লীগের সঙ্গে জড়িত থাকায় ম্যাচগুলো নিয়েও জেগেছিল শঙ্কা। তবে স্লোভেনিয়ার টিভি ‘২৪ইউআর’কে ম্যাচ দুটি হওয়ার ইঙ্গিত দিয়েছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। তিনি বলেন, ‘মূল বিষয় হলো, এই মৌসুম শুরু হয়েছে আগে। যদি আমরা সেমিফাইনালগুলো হতে না দেই, তাহলে ক্ষতিপূরণের জন্য সমপ্রচার প্রতিষ্ঠানগুলো আমাদের কাছে আসবে। আগামী সপ্তাহে ম্যাচগুলো মাঠে না গড়ানোর সম্ভাবনা খুবই কম। কিন্তু আগামীতে বিষয়গুলো ভিন্ন হতে পারে।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status