× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম সেশনটা ব্যাট করতে চায় বাংলাদেশ

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৩ এপ্রিল ২০২১, শুক্রবার

নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ দল। আলোক স্বল্পতায় এক ঘণ্টা আগে খেলা শেষ হওয়ায় আজ আবার ব্যাটিং করতে নামবেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাসের। গতকাল দিন শেষে এমনই ইঙ্গিত দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। দিন শেষে বাংলাদেশের এই কোচ বলেন কাল (আজ) অন্তত প্রথম সেশনটা ব্যাটিং করতে চায় তার দল। উদ্দেশ্য, রানটাকে ৫০০ ছাড়িয়ে যতটা সম্ভব স্বাগতিক শ্রীলঙ্কার নাগালের বাইরে নিয়ে যাওয়া। পাল্লেকেলেতে দ্বিতীয় দিনের খেলা শেষে এক অনলাইন সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমাদের কাল (আজ) সকালে দ্রুত কিছু রান করতে হবে। আমরা চাই ৫২০-এর আশপাশে রান করে ওদের ব্যাটিংয়ে পাঠিয়ে চাপে ফেলতে।’ পাল্লেকেলের ব্যাটিং-সহায়ক উইকেটে বাকি তিন দিনে শ্রীলঙ্কার ২০ উইকেট নেওয়া অবশ্য চাট্টিখানি কথা নয়। বাংলাদেশ দলের বোলিং আক্রমণ আবার তিন পেসারে সাজানো।
তাতে খুব বেশি আশাবাদী হওয়া যাচ্ছে না কারণ, টেস্টের প্রথম দুই দিনে খুব একটা সুবিধা করতে পারেননি লঙ্কান পেসাররাই। প্রথম দিনের প্রথম ঘণ্টা বাদে খুব বেশি সুইং পাননি পেসাররা। পুরোনো বলেও রিভার্স সুইং দেখা যায়নি তেমন। স্পিনাররা যা একটু সুবিধা পাচ্ছেন, সেটিও পেসারদের বুটের ক্ষত থেকে। অবশ্য উইকেটের এই অবস্থা দেখেই শ্রীলঙ্কাকে দুবার অলআউট করার আশা দেখছেন রাসেল ডমিঙ্গো। দলে তিন পেসার থাকলেও মূল কাজটা যে সেই স্পিনারদেরই করতে হবে, বুঝিয়ে দিয়েছেন সেটা, ‘উইকেট খুবই ভালো আচরণ করছে। তবে উইকেটের দুই প্রান্তেই ক্ষত তৈরি হচ্ছে। আশা করি এটা স্পিনারদের ম্যাচে আনবে। আর বড় রানের পর ব্যাটিং করাটা সব সময়ই চাপের। ওদের ব্যাটসম্যানরা ক্লান্ত থাকবে, রানের চাপ থাকবে তাদের ওপর, বোলারদের দুই-একটি ভালো স্পেল, ওদের দুই-একটি ভুল। এসব মিলিয়েই আমাদের হয়তো ভালো সুযোগ থাকবে ২০ উইকেট নেওয়ার। কাজটা কঠিন, তবে আমরা আগামী দুই দিন সব চেষ্টাই করব।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর