× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

তারাবীহ্‌ হলো সুন্নতে মুয়াক্কাদাহ্‌

খোশ আমদেদ মাহে রমজান

মাওলানা এমএ করিম ইবনে মছব্বির
২২ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার

রমজান শরীফের আজ ১০ম দিন। মাহে রমজানের আধ্যাত্মিক অলঙ্কার হলো- সালাতুত্‌ তারাবীহ্‌। সকল ধর্মপ্রাণ মুসলমান অবশ্যই এবারের করোনাভাইরাসকালীন রমজানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সালাতুত্‌ তারাবীহ্‌র নামাজ আদায় করবেন। কিন্তু একটা বিষয়ে খেয়াল রাখা অতীব জরুরি যে, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়সহ সালাতুত্‌ তারাবীহ্‌ এবং নফল নামাজ আদায়ের সময় অর্থাৎ নামাজ আদায়কালীন সময়ে মুখের মাস্ক  পৃষ্ঠা ২ কলাম ১
 খুলে নামাজ আদায় করাই উওম। নামাজ আদায় শেষে আবার মুখে মাস্ক লাগিয়ে দিবেন। নিজ নিজ ঘর থেকে জায়নামাজ নিয়ে মসজিদে যাবেন। রাসূলে পাক সা: ইরশাদ করেন যে, তোমরা নামাজের সময় তোমাদের চেহারা (মুখমণ্ডল) ঢেকে রেখোনা (সুনানে ইব্‌নে মাজাহ্‌, হাদীছ নং ৯৬৬)। পবিত্র রমজান মাসে তারাবীহ্‌র নামাজ আদায় করা সুন্নতে মোয়াক্কাদাহ্‌।
মহান আল্লাহ্‌ পাক রাব্বুল আলামীন পবিত্র কুরআনুল কারিমে ঘোষণা করেন যে, বস্ত্রাবৃত রাত্রিতে দণ্ডায়মান হোন, কিছু অংশ ব্যতীত। অর্ধরাত্রি অথবা তদুপেক্ষা কিছু কম অথচ তদুপেক্ষা বেশি এবং পবিত্র আল-কোরআন আবৃত্তি করুণ ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে (সূরায়ে মুজ্জাম্মিল আয়াত-১,৪)। তারাবীহ্‌র নামাজ রমজান মাসের রোজার আধ্যাত্মিক অলঙ্কার এবং অন্যতম তাগিদওয়ালা সুন্নত নামাজ। পবিত্র রমজানের নতুন বাঁকা চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই এশার নামাজের পরপরই ধর্মপ্রাণ মুসল্লীরা দলে দলে শরিক হন সালাতুত্‌ তারাবীহ্‌র নামাজ আদায়ের জন্য। মুসলমানদের ঢল নামে পাড়া- মহল্লার প্রতিটি মসজিদে। যারা অবহেলায় ঠিকমতো নামাজ আদায় করেননি, তারাও সারিবদ্ধ হন নামাজের কাতারে। এশার নামাজে উপচেপড়া ভিড় হয় মসজিদগুলোতে। দু’ রাকাত করে বিশ রাকাত সালাতুত্‌ তারাবীহ্‌র নামাজ আদায় করতে হয়। দু’ রাকাতে এক নিয়ত এবং প্রতি চার রাকাত পরপর একটু বিশ্রাম ও বিরতি। এই ফাঁকে হাফিজে কোরআন এবং মুসল্লীরা তারাবীহ্‌র বিশেষ দোয়া এবং মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহ্‌র নিকট তাঁর আর্তি জানায় তাঁর সকল মহিমা ও গুণগান প্রকাশের মাধ্যমে জান্নাত লাভের আশায় আর দোযখ থেকে মুক্তি লাভের জন্য।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর