কলকাতা কথকতা
কলকাতা কথকতা
পশ্চিমবঙ্গে অষ্টম দফার ভোট শুরু, আজ শেষ একমাসের উৎসবের
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-০৪-২৯
কঠোর করোনা বিধি মেনে বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অষ্টম দফা। আর আজই শেষ হচ্ছে এক মাসের বেশি সময়ের ভোট উৎসবের। ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট হয়েছিল। বৃহস্পতিবার কোভিডের ভীতি অতিক্রম করে কত ভোটার ভোট দিতে আসবেন তাই নিয়ে সংশয়ে রাজনৈতিক নেতারা। অষ্টম দফায় ৩৫ টি বিধানসভা আসনের জন্যে মোট ৮৪ লাখ ৯৩ হাজার ২৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৮৩ জন প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে আজ। ২০১৬ সালে এই ৩৫ টির মধ্যে তৃণমূল ১৭ টি, কংগ্রেস ১৩ টি, বামফ্রন্ট ৩ টি, বিজেপি ও নির্দল একটি করে আসন পেয়েছিল। ২০১৯ সালের লোকসভার নিরিখে আসন বিন্যাস দাঁড়ায়- তৃণমূল ১৯, বিজেপি ১১ এবং কংগ্রেস ৫। ২০২১ সালে ৪৩ লাখ ৭০ হাজার ৬৯৫ জন পুরুষ ও ৪১ লাখ ২২ হাজার ৪০৩ জন মহিলা ভোটার কি রায় দেন তাই এখন দেখার।