কলকাতা কথকতা
কলকাতা কথকতা
পশ্চিমবঙ্গে চালু হলো আংশিক লকডাউন, বাজার খোলা হবে সময়সূচি মেনে(অডিও)
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২১-০৪-৩০
শুক্রবার বিকেলে একটি বিজ্ঞপ্তি জারি করে আংশিক লকডাউনের কথা ঘোষণা করলো নবান্ন। এর ফলে রাজ্যের সব বিনোদন কেন্দ্র বন্ধ হচ্ছে। বাজারও খোলা হবে নির্দিষ্ট সূচি মেনে। ফের আদেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ২৪ ঘণ্টায় বাংলায় ১৭ হাজার ৪০৩ জন আক্রান্ত এবং ৮৯ জনের মৃত্যুর পর এই ঘোষণা করলো নবান্ন।
(বিস্তারিত শুনুন অডিওতে)
(বিস্তারিত শুনুন অডিওতে)