× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সকল ইবাদতের দরজা হলো রোজা

খোশ আমদেদ মাহে রমজান

মাওলানা এমএ করিম ইবনে মছব্বির
৩০ এপ্রিল ২০২১, শুক্রবার

আজ ১৮তম রমজান। মাহে রমজানের রোজার আসল উদ্দেশ্য হলো হলো ‘শাহওয়াত’ বর্জন করা। শাহওয়াত শব্দের অর্থ হলো কামলালসা। রোজা ইবলিশ শয়তানের সেনাদলকে পর্যুদস্ত করে ফেলে। এ জন্য নবী করিম (সা.) বলেছেন যে, শয়তান মানুষের অভ্যন্তরে শরীরের রক্ত প্রবাহের মতোই চলমান থাকে। কাজেই ক্ষুধার মাধ্যমে তার চলাচল পথ সংকীর্ণ করে দেয়। হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত যে, রাছুলে পাক (সা.) বলেন যে, বেহেশতের দরজায় ধাক্কানো থেকে ক্ষান্ত হইও না। জিজ্ঞেস করলেন কিসের মাধ্যমে? তিনি বললেন ক্ষুধার মাধ্যমে।
নবী করিম (সা.) বলেন যে, সকল ইবাদতের দরজা হলো রোজা (কিমিয়ায়ে সাআদাত, খণ্ড এক, পৃষ্ঠা ১৭১,১৭২)। দীর্ঘ একমাস রোজাদারের সিয়াম সাধনায় পানাহার এবং যৌন স্পৃহা যার দ্বারা শয়তান মানুষকে অত্যধিক প্ররোচিত করে তা চিরতরে দমে যায় এবং তার মধ্যে সংযম ও ত্যাগের এমন কিছু নৈতিক শক্তি জন্ম নেয় যে, অতীতকালীন সময়ে যখন নফস চুরি, ডাকাতি, অপরের হক ধ্বংস প্রভৃতি হারাম ও অবৈধ উপার্জনের মাধ্যমে নিজের উদর ভর্তি ও ভোগ বিলাসের প্ররোচনা দেয়, তখন সে দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে নিজের নৈতিকতাকে বলীয়ান রাখতে সক্ষম হয়। এতদিন দিনের বেলা আল্লাহর নিষেধ বলে বৈধ ওয়াইফের কাছে যায়নি। তাকে তার নফস আর অবৈধ কোনো মেয়ের সংস্পর্শে যেতে আর সাহস পায় না। এমন কি এক মাস সিয়াম সাধনার ফলে নফস এমন ভাবে মানুষের হাতের মুঠোয় কাবু হয়ে যায় যে, সে কখনো আল্লাহর প্রিয় বান্দাদের বিভ্রান্ত করতে পারে না। পবিত্র রমজান মাসে মানুষের মধ্যে সংযম, খোদাভীতি, ধৈর্য্য, নিষ্ঠা, সততা, মানবপ্রেম, সামাজিক মূল্যবোধ, সুস্বাস্থ্য প্রভৃতি শারীরিক, মানসিক ও নৈতিকতার গুণাবলীর বিকাশ সাধিত হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর