কলকাতা কথকতা
কলকাতা কথকতা
চূড়ান্ত কোভিড আবহে ভোট গণনা, মমতা না বিজেপি জানা যাবে রোববার(অডিও)
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২১-০৫-০১
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই জানা যাবে কিসসা কুর্শি কা। রোববার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের গণনা। যুযুধান দু’ পক্ষ- মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং নরেন্দ্র মোদির বিজেপি। কে আসবে ক্ষমতায়? ক্লিফহাঙ্গার নাকি ক্লিন সুইপ? কিং মেকার হবে কি সংযুক্ত মোর্চা? রোববার বিকেলের মধ্যে পরিস্কার হয়ে যাবে ছবি যা এখনও অস্পষ্ট। শনিবার বাংলায় শুরু হলো আংশিক লকডাউন। মে ডে’র ছুটি ছিল এদিন। কলকাতার ১৫টি কাউন্টিং সেন্টারে কোভিড বিধি মানার ব্যস্ততা। এক প্লাটুন করে কেন্দ্রীয় বাহিনী। বাতাসে কান পাতলে শুধু একটি ফিসফাস আওয়াজ- মমতা না বিজেপি?
(বিস্তারিত শুনুন অডিওতে)
(বিস্তারিত শুনুন অডিওতে)