× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

দাজ্জালই একমাত্র বড় ফিতনা

খোশ আমদেদ মাহে রমজান

মাওলানা এম এ করিম ইবনে মছব্বির
১ মে ২০২১, শনিবার

আজ উনিশতম রমজান। পবিত্র রমজান মাসে সকল প্রকার নাফরমানী এবং পাপ-পঙ্কিলতাসমূহ বন্ধ হয়ে যায়। রমজান মাসে সবাই হেদায়েতের পথে চলে আসে। কিন্তুকরোনাভাইরাস কিসের আলামত একমাত্র মহান আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহর নাফরমানী করার কারণে, আল্লাহ পাক কিয়ামতের আলামত ছাড়াই হযরত নুহ (আ.)-এর জামানাতে দুনিয়াকে ধ্বংস করে দেন। মহান আল্লাহর শক্তি হলো বাইনাল কাফ ওয়ান নুন। কুন, ফাইয়াকুন। অর্থাৎ হও।
অতঃপর হয়ে যায়। কিয়ামতের বড় বড় আলামত সম্পর্কে রাছুলে পাক (সা.) বলেন যে, ইন্নাহা লান তাক্বুমা হাত্তা তারাওনা ক্বাবালাহা আশরা আয়াতিন ফা জাকারাদ দুখান, ওয়াদ দাজ্জাল ওয়াদ দাব্বাহ। ওয়া তুলুইশ শামছী মিন মাগরিবিহা, ওয়া তাজুলু ইছা ইবনে মারইয়াম (আ.) ওয়া ইয়াজুজ ওয়া মাআজুজ। ওয়া ছালাছাতা খুছুফিন খাছফু বিল মাশরিকি ওয়া খাছফু বিল মাগরিবি ওয়া খাছফু বিজাজিরাতিল আরাবি। ওয়া আখিরু জালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামানি। তাতরুদুন নাছ ইলা মাহসারিহিম। অর্থাৎ ‘যতদিন তোমরা দশটি নিদর্শন না দেখো, ততদিন কিয়ামত সংঘটিত হবে না। এক, ধোঁয়া, দুই, দাজ্জালের আগমন। তিন, দাব্বা অর্থাৎ ভূগর্ভ থেকে নির্গত অদ্ভুত এক প্রকার পশুর আগমন। চার, পশ্চিম দিক থেকে সূর্য উদয় । পাঁচ, ঈছা ইবনে মারইয়ামের আগমন। ছয়, ইয়াজুজ, মাজুজের আগমন। সাত, পূর্বে ভূমি ধস। আট, পশ্চিমে ভূমি ধস। নয়, আরব উপদ্বীপে ভূমি ধস। দশ, সর্বশেষ ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে তাড়িয়ে নিয়ে যাবে (মুসলিম শরীফ)। মানুষের জন্য সবচেয়ে বড় ফিতনা কি? এ প্রশ্নের উত্তরে রাছুলে পাক (সা.) বলেন, মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিছ ছাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। অর্থাৎ আদম (আ.) সৃষ্টির পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত দাজ্জালের চেয়ে আর বড় কোনো ফিতনা নেই (অর্থাৎ দাজ্জালই একমাত্র সবচেয়ে বড় ফিতনা) (মুসলিম শরীফ)। রাছুলে পাক (সা.) এরশাদ করেন যে, মান ছামিয়া বিদ দাজ্জাল ফালইয়ানা আনহু ফা ওল্লাহি ইন্নার রাজুলা লি ইয়াতিহি ওয়া হুয়া ইয়াহছিবু আন্নাহু মুমিনুন ফা ইয়াত্তাবাহু মিম্মা ইয়াবআছু বিহী মিনাশ শুবহাতি। অর্থাৎ ‘যে ব্যক্তি দাজ্জাল সম্পর্কে শুনবে সে যেন তার থেকে দূরে থাকে, আল্লাহর শপথ একজন মুমিন মানুষ নিজেকে মুমিন ভেবে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে। কিন্তু দাজ্জালের সঙ্গে সংশয় সৃষ্টিকারী যে সকল বিষয় থাকবে তা দেখে সে তার অনুসরণ করে ফেলবে (আবু দাউদ)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর