× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

চার নারী উদ্যোক্তার ‘ফোর আইকন’

দেশ বিদেশ

অনলাইন ডেস্ক
২ মে ২০২১, রবিবার

বন্দরনগরী চট্টগ্রামে ‘ফোর আইকন’ নামে একটি ই-কমার্স ভিত্তির প্রতিষ্ঠান করেছেন চার নারী উদ্যোক্তা। গত ১১ই এপ্রিল নগরীর এর চকবাজার এলাকার সাফ আমিন শপিং মলে এর আউটলেট উদ্ভোধন করা হয়েছে। নারী উদ্যোক্তরা হলেন, ফারজানা আক্তার চৌধুরী , জেসমিন আক্তার চৌধুরী, এনি বড়ুয়া ও মণীষা বোস। ফারজানা আক্তার চৌধুরী পেশায় শিক্ষিকা । তিনি দীর্ঘদিন ধরে ফেসবুক পেজের মাধ্যমে ই কমার্স ব্যবসার সঙ্গে জরিত। এরপর অন্যদের সঙ্গে যুক্ত হয়ে গড়ে তোলেন ফোর আইকন। এনি বড়–য়া বলেন, অনেক দিন আগে থেকে ই-কমার্সের সঙ্গে জড়িত হলেও মূলত গতবছরে লকডাউনে ভালোভাবে আত্মপ্রকাশ করি। বাসায় থেকে বোর হচ্ছিলাম।
তাই ই কমার্স ব্যবসায় মন দেই। সারাদিন বিভিন্ন ই-কমাসর্ গ্রুপ গুলোতে পোষ্টের পাশাপাশি নিজের পেজেও সময় দিকে থাকি। সেখান থেকেই আমাদের ৪জনের পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একটা সময় স্বর্প্ন দেখতাম নিজেদের একটা আউটলেট হবে। ১১ই এপ্রিল তা বাস্তবে পরিনত হয়েছে। এই প্রতিষ্ঠানের অন্য দ্ইুজন ওনার জেসমিন আক্তার চৌধুরী ও মণীষা বোসের রয়েছে নিজস্ব বিজনেস পেজ। আউটলেট উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ই-কমার্স ভিত্তিক ফেসবুক গ্রুপ ল্যান্ডিং ই-কমার্স সোসাইটির এডমিন বশির আহমেদ, সম্্রাট ইমরান, আবু বকর আমান, সিরাজ সিকদার, মডারেটন সামিনা আজাদ সাম্মি, শাহিনুর শানু প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর