× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ভোপালে সরকারি হিসেবে কোভিডে মৃত ১০৪, শ্মশানগুলোর হিসেবে ২,৫৫৭

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) মে ২, ২০২১, রবিবার, ৭:০১ অপরাহ্ন

ভারতের ভোপালে কোভিডে মৃত্যু নিয়ে শশ্মানগুলোর দেয়া তথ্যের সঙ্গে বড় পার্থক্য দেখা যাচ্ছে সরকারি তথ্যের। শ্মশানগুলো জানিয়েছে, এপ্রিল মাসে ২ হাজার ৫৫৭ জন কোভিডে মৃত ব্যক্তির দাহ করেছে তারা। তবে সরকারি তথ্যে সেটা বলা হয়েছে মাত্র ১০৪ জন। এমনটাই জানানো হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে। ফলে শহরটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সরকারি তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে।
ভোপালের শ্মশানগুলোর ব্যবস্থাপকরা জানিয়েছেন, গত মাসে ৩ হাজার ৮১১ জনের মরদেহ দাহ করা হয়েছে যারমধ্যে ২ হাজার ৫৫৭ জন কোভিড আক্রান্ত ছিলেন। ভাধভাদা ভিশরাম ঘাট শ্মশানের সেক্রেটারি মমতেষ শর্মা জানিয়েছেন, গত মাসে তাদের শ্মশানে ২ হাজার ৫২ জনের মরদেহ দাহ করা হয়। এরমধ্যে ১ হাজার ৬৫৪ জনই কোভিডে প্রাণ হারিয়েছেন।
কোভিডে মৃতদের মরদেহ এয়ারটাইট ব্যাগে করে নিয়ে আসা হয়। তাই এই মরদেহগুলো শনাক্তে অসুবিধা হয় না শ্মশান কর্তৃপক্ষের। একইরকম তথ্য দিয়েছে সুভাস নগর ভিশরাম ঘাট শ্মশানও। সেখানকার ব্যবস্থাপক সবরাজ সুখোয়ানি জানিয়েছেন, গত মাসে তাদের দাহ করা ১ হাজার ৩৮৬ মরদেহের মধ্যে ৭২৭ টিই কোভিডে মৃত ছিল। এই মরদেহগুলোকে কোভিড-১৯ প্রোটোকল মেনে দাহ করা হয়। এদিকে একটি কবরস্থানেই কোভিডে মৃত ১৭৬ জনকে কবর দেয়ার কথা জানিয়েছে এটির কর্তৃপক্ষ। অথচ পুরো ভোপালে ১০৪ জন কোভিডে প্রাণ হারিয়েছেন বলে প্রচার করেছে মধ্য প্রদেশ সরকার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর