× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

লঙ্কাফেরত দলের কোয়ারেন্টিন কমাতে আশাবাদী বিসিবি

খেলা

স্পোর্টস রিপোর্টার
৭ মে ২০২১, শুক্রবার

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলে গত মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। এবার লঙ্কানরা আসবে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে। টেস্ট সিরিজ খেলা বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন ওয়ানডে দলে। তবে সরকারের নিয়ম অনুসারে তারা এখন রয়েছেন ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে। এরই মধ্যে ওয়ানডে সিরিজ সামনে রেখে প্রাথমিক দলের সদস্যরা অনুশীলন শুরু করেছেন। তাদের সঙ্গে টেস্ট খেলে ফেরাদের আজ যোগ দেয়ার কথা। কিন্তু সরকারের অনুমোদন না পেলে সেটি পারছেন না বলেই জানিয়েছেন বিসিবির মেডিক্যাল বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী। তবে এই চিকিৎসক বেশ আশাবাদী যে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন মিলবে।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কা থেকে আসা ক্রিকেটারদের সরকারের নিয়ম অনুসারে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কিন্তু সামনেই শ্রীলঙ্কা দল আসছে ওয়ানডে সিরিজ খেলতে। এখানে অনেক ক্রিকেটারকে অনুশীলনে অংশ নিতে হবে। তাই আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করেছি যেন তারা ছাড় দেন। আমরা বেশ আশাবাদী যে আমাদের অনুরোধ তারা রাখবে। কারণ, শ্রীলঙ্কায় প্রত্যেক ক্রিকেটার ছিলেন কঠোর বায়ো বাবলের মধ্যে। তারা দেশে ফিরে এসেছেন সুরক্ষিত চার্টার্ড বিমানে। আমি বিশ্বাস করি যে তারা দ্রুত অনুশীলনে ফেরার অনুমতি পাবে।’
শ্রীলঙ্কা থেকে ফিরে আসা সব ক্রিকেটারই সুস্থ আছেন বলে জানিয়েছেন দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, ‘দেশে ফিরে আসা আমাদের কোনো ক্রিকেটারই করোনা পজেটিভ হয়নি। সকলেই সুস্থ্য আছে, ভালো আছে। আমরাতো সিরিজের আগে আবারো বায়ো বাবল তৈরি করবো। সেখানেও যারা খেলবে তাদের প্রত্যেককে বেশ কয়েকবার করোনা টেস্ট করাতে হবে। আমরা সবার স্বাস্থ্যসুরক্ষায় কড়া নজর রেখেছি। ২৩, ২৫ ও ২৮শে মে হবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যারা এই সিরিজে খেলবেন এখন পর্যন্ত তাদের ফিটনেস ও ইনজুরি নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা থেকে যারা এসেছেন তাদের কোনো ইনজুরি সমস্যা নেই। আর যারা ওয়ানডে সিরিজের জন্য ক্যাম্প শুরু করেছে তাদেরও কোনো ইনজুরির সমস্যা নেই। মোসাদ্দেক এখন বেশ ফিট। সে অনুশীলন করছে। বাকি দুই একজনের যে সমস্যা ছিল তারাও ফিট আছে।’   
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর