× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

লরিয়াস বর্ষসেরা নাদাল

খেলা

স্পোর্টস ডেস্ক
৭ মে ২০২১, শুক্রবার

ক্রীড়াঙ্গনের সম্মানসূচক পুরস্কার লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জিতেছেন রাফায়েল নাদাল। ক্যারিয়ারে দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন টেনিসের স্প্যানিশ কিংবদন্তি। ২০১১ সালে প্রথমবার পুরস্কারটি জিতেছিলেন নাদাল। মেয়েদের বিভাগে সেরা হয়েছেন জাপানিজ টেনিস তারকা নাওমি ওসাকা।

গত বছর ফরাসি ওপেন জিতে রজার ফেদেরারের গড়া সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্লামের রেকর্ডে ভাগ বসান। রোলাঁ গারোয় ১৩তম শিরোপা জিতে নিজের রেকর্ডটাকে আরেক ধাপ উঁচুতে নিয়ে যান নাদাল। এবারের লরিয়াস পুরস্কারের পুরুষ বিভাগের জন্য নাদালের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি, ফর্মুলা ওয়ানের মার্কিন তারকা লুইস হ্যামিল্টন, মার্কিন বাস্কেটবল তারকা লেবরন জেমস, সুইডিশ অ্যাথলেট আরমান্ড ডুপ্লান্টিস ও উগান্ডার দৌড়বিদ জশুয়া চেপতেগেই। পুরস্কার হাতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন নাদাল। সেখানে তিনি লিখেছেন, ‘এই পুরস্কারের জন্য মনোনীতরাও সমান যোগ্য ছিলেন।
এজন্য সেরা হয়েও খুব বেশি আনন্দিত হচ্ছি না। আমাকে জয়ী করার জন্য আয়োজকদের অসংখ্যা ধন্যবাদ।’

এবারের লরিয়াস পুরস্কারে টেনিসের জয়জয়কার। নারী বিভাগে নাওমি ওসাকা প্রথমবার জিতলেন লরিয়াস পুরস্কার। গত বছর ইউএস ওপেন জিতেছিলেন এই জাপানিজ তারকা। যা তার ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম। বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে গত বছরের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন মিউনিখ। আজীবন সম্মাননা পেয়েছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি টেনিস খেলোয়াড় বিলি জন কিং। ২০০০ সাল থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। পুরুষ বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার সেরা হয়েছেন ফেদেরার, এর মধ্যে আছে টানা চারবার। আর নারী বিভাগে সবচেয়ে বেশি চারবার জিতেছেন সেরেনা উইলিয়ামস। গতবছর পুরুষ বিভাগে যুগ্মভাবে সেরা হয়েছিলেন লিওনেল মেসি ও লুইস হ্যামিল্টন। প্রথম ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতেছিলেন মেসি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর