× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

এএফসি কাপ নিয়ে অনিশ্চয়তা কেটেছে বসুন্ধরার

খেলা

স্পোর্টস রিপোর্টার
৭ মে ২০২১, শুক্রবার

করোনা মহামারির কারণে এএফসি গতবার মাত্র একটি ম্যাচ খেলতে পারে বসুন্ধরা কিংস। শেষ পর্যন্ত বাতিলই হয়ে যায় আসরটি। এই মৌসুমে আর সেই পরিণতি হচ্ছে না। এশিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা আসরটির ‘ডি’ গ্রুপের ম্যাচ সময়মতোই মাঠে গড়াচ্ছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের বরাত দিয়ে জানিয়েছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘গোল ডট কম’। এএফসি কাপে বাংলাদেশের প্রতিনিধি বসুন্ধরা কিংস খেলবে ‘ডি’ গ্রুপে।

এএফসি কাপে এবারের মৌসুমে গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে নির্দিষ্ট ভেন্যুতে। গত মাসে ‘ডি’ গ্রুপের আয়োজক হিসেবে নির্বাচিত হয় মালদ্বীপের রাজধানী মালে। ভারতের পাশাপাশি নেপাল ও মালদ্বীপে হঠাৎই বেড়েছে করোনার সংক্রমণ।
মালদ্বীপে লকডাউন চলছে। গত বুধবার মালদ্বীপের ক্রীড়া মন্ত্রী আহমেদ মাহলুফ সামজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘মালদ্বীপের করোনা পরিস্থিতি বিবেচনায় এএফসি কাপ ডি গ্রুপের ম্যাচগুলো পিছিয়ে দেয়া যায় কি না তা নিয়ে এএফসির সঙ্গে আলোচনা করছে মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন।’ এরপরই তৈরি হয় অনিশ্চয়তা। গোল ডট কম অবশ্য সেই অনিশ্চয়তা উড়িয়ে জানিয়েছে, সূচি অনুযায়ী মাঠে গড়াবে ‘ডি’ গ্রুপের খেলা।

এবারের এএফসি কাপ বাংলাদেশকে দারুণ এক সম্ভাবনার সামনে দাঁড় করিয়েছে। বসুন্ধরা কিংস গ্রুপ পর্ব পেরোতে পারলে সম্ভাবনা তৈরি হবে এশিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ আসর এএফসি চ্যাম্পিয়নস লীগে খেলার। কিংস পরের রাউন্ডে উঠলে ২০২৩ সালে এএফসি চ্যাম্পিয়নস লীগের প্লে-অফে খেলার সুযোগ পাবে ২০২১-২২ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন দল। কিংসের গ্রুপ চ্যাম্পিয়নের সম্ভাবনা আরো বেড়েছে প্রধান প্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের প্রধান দুই বিদেশির অনুপস্থিতি ও অনুশীলন ঘাটতি। দলটির ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণ ও অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ডেভিড উইলিয়ামসকে ছাড়াই মালদ্বীপে যাবে মোহনবাগান। এমনটাই জানিয়েছে গোল ডট কম। তাদের এক নম্বর গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের মা করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি এএফসি কাপে দলের সঙ্গী হবেন কি না তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। গত মার্চের মাঝমাঝিতে শেষবার মাঠে নেমেছিল মোহনবাগান। এরপর থেকে মাঠের বাইরে তাদের ফুটবলাররা। গত ২৬শে মার্চ থেকে অনুশীলন শুরুর কথা থাকলেও ভারতে করোনা মহামারির কারণে সেটা স্থগিত হয়ে যায়। দলের অন্য দুই বিদেশি স্প্যানিশ ডিফেন্ডার তিরি ও আইরিশ মিডফিল্ডার কার্ল ম্যাকহিউকে পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কোচ অ্যান্থনিও হাবাস স্পেন থেকে মালদ্বীপে দলের সঙ্গে যোগ দেবেন। সার্বিক অবস্থা বিবেচনায় এএফসিকে ‘ডি’ গ্রুপের ম্যাচগুলো স্থগিতের আবেদন জানিয়েছিল মোহনবাগান। তাতে লাভ হয়নি। ভাঙাচোরা দল এবং অনুশীলনের ঘাটতি নিয়েই ১০ই মে মালদ্বীপে পা রাখার কথা মোহনবাগান। বসুন্ধরা কিংস মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে ৯ই মে। ১৪ই মে মাজিয়ার বিপক্ষে খেলার পর বসুন্ধরার দ্বিতীয় ম্যাচ ১৭ই মে। প্রতিপক্ষ অজানা। বেঙ্গালুরু এফসি ও ক্লাব ঈগলের মধ্যেকার প্লে-অফে জয়ীর বিপক্ষে ম্যাচটি খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। কিংসের শেষ ম্যাচ ২০শে মে, মোহনবাগানের বিপক্ষে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর