বাংলারজমিন
মধ্যরাতে মগডালে ওঠা যুবককে নামালো ফায়ার সার্ভিস কর্মীরা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
২০২১-০৫-০৮
কাউখালীতে মধ্য রাতে উঁচু গাছের মগডালে বসিয়ে রাখা কথিত জিন পরীর আছরে পাওয়া এক যুবককে সকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। জানা যায়, শনিবার নলছিটি উপজেলার মোতালেব হোসেনের ছেলে আল-আমিন হোসেন (২৪) মানিক মিয়া কিন্ডার গার্টেন স্কুলের পিছনে মাছের ঘেরে পাহারাদার হিসাবে কর্মরত ছিল। এ সময় রাতে বেলা মানিক মিয়া কিন্ডার গার্টেনের পিছনে ৫০ ফুট উঁচু একটি বড় মাদার গাছের মগডালে উঠে পড়ে। এলাকাবাসী দাবি করেন, কথিত জিন পরী তাকে ধরে নিয়ে মগডালে বসিয়ে রাখে। সকালে এলাকাবাসী ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় তাকে গাছের মগডালে দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ ১ ঘণ্টা অভিযান পরিচালনা করে গাছ থেকে যুবককে উদ্ধার করতে সক্ষম হয়। বিষয়টি এলাকাবাসীর কাছে রহস্যজনক মনে হয়। উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।