× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ট্রাম্পের বিরুদ্ধে পর্নো তারকাকে অর্থের বিনিময়ে মুখ বন্ধ করানোর মামলা বাতিল

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) মে ৮, ২০২১, শনিবার, ৩:২০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০১৬ সালে নির্বাচনের আগেকার আর্থিক নিয়ম লঙ্ঘনের তদন্ত বাতিল করা হয়েছে। ওই নির্বাচনের আগে তিনি বা তার টিম সাবেক পর্নো তারকা স্টর্মি ডানিয়েলকে অর্থের বিনিময়ে তাদের শারীরিক সম্পর্কের অভিযোগ প্রকাশ থেকে বিরত রেখেছিলেন বলে অভিযোগ আছে। এ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিযোগ আছে, নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওই পর্নো তারকার শারীরিক সম্পর্ক ছিল বলে বিদেশী মিডিয়ায় প্রচুর রিপোর্ট প্রকাশিত হয়েছে। এর ফলে যদি স্টর্মি ডানিয়েল ২০১৬ সালের নির্বাচনের আগে মুখ খুলতেন, তাহলে ভরাডুবি হয়ে যেতে পারতো ট্রাম্পের। এ জন্য ডনাল্ড ট্রাম্প তার সাবেক একজন আইনজীবীকে দায়িত্ব দিয়েছিলেন স্টর্মি ডানিয়েলের মুখ বন্ধ করতে। ওই আইনজীবীর নাম মাইকেল কোহেন। অভিযোগ আছে, ট্রাম্পের নির্দেশ পেয়ে তিনি প্রচুর অর্থ দিয়ে স্টর্মি ডানিয়েলের মুখ বন্ধ করেছিলেন।
প্রেসিডেন্ট নির্বাচনের অনেক পরে এসব তথ্য প্রকাশিত হয়। এ ঘটনায় যে মামলা হয় তাতে নিয়ন্ত্রক সংস্থা, যারা প্রচারণায় আর্থিক লেনদেনের বিষয় দেখাশোনা করে, তারা বৃহস্পতিবার ওই মামলা ক্লোজ করে দেয়। ওদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশনে (এফইসি) যারা দায়িত্বে আছেন তার মধ্যে আছেন ডেমোক্রেট এবং রিপাবলিকান রয়েছেন। ফলে মামলাটি নিয়ে তাদের মধ্যে বিভক্তি দেখা দেয়। এক পর্যায়ে মামলাটি অচলাবস্থায় চলে যায়। এমন অবস্থায় করণীয় নির্ধারণে এফইসি রুদ্ধদ্বার বৈঠকে বসে। এর আগে আভ্যন্তরীণ এক তদন্তে সুপারিশ করা হয় যে, নির্বাচনী প্রচারণায় ট্রাম্প অর্থ বিষয়ক আইন জেনেশুনে লঙ্ঘন করেছেন- এ বিষয়ে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে। এমন সুপারিশের কয়েক মাস পরে সিদ্ধান্তের বিষয়ে ভোটাভুটি হয়। মামলা খারিজের পক্ষে ভোট দেন দু’জন রিপাবলিকান। তারা বলেছেন, এজেন্সির তথ্যতালাশের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া উত্তম ব্যবস্থা হতে পারে না। কিন্তু তাদের এ সিদ্ধান্তের সমালোচনা করেন ডেমোক্রেটপন্থি দু’জন কমিশনার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর