× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

শিরোপা জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হলো সিটির

খেলা

স্পোর্টস ডেস্ক
৯ মে ২০২১, রবিবার

রাহিম স্টার্লিং গোল করার পর পেনাল্টি মিস করে বসেন সার্জিও অ্যাগুয়েরো। ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকার ব্যর্থতার পর দারুণভাবে ম্যাচে ফেরে চেলসি। হাকিম জিয়াশের গোলে সমতায় ফিরে শেষ মুহূর্তে মার্কোস আলোনসোর গোলে জয় নিশ্চিত করে টিম ব্লুজ।

শনিবার ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ২-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চেলসি। চ্যাম্পিয়নস লীগ ফাইনালের প্রতিপক্ষ চেলসির বিপক্ষে ম্যাচটি ম্যান সিটির জন্য আরেক ফাইনাল ছিল। এই ম্যাচে হারে শিরোপা জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হলো সিটির। আগামী ২৯শে মে ইউসিএলের ফাইনালে মুখোমুখি হবে দুই দল। যার কারণে ম্যাচটির ওপর সবার বাড়তি নজর ছিল।

গত মাসে এফএ কাপের সেমি-ফাইনালে সিটিকে হারিয়ে ফাইনালে ওঠে চেলসি। এবার লীগের এই জয়, ইউরোপ সেরার মঞ্চে শিরোপা লড়াইয়ে নামার আগে নিশ্চিতভাবে আত্মবিশ্বাস আরও বেড়ে গেল টমাস টুখেলের দলের।
ঘরের মাঠে শুরুর দিকে বল দখলে এগিয়ে ছিল ম্যান সিটি।
৩২তম মিনিটে চেলসির টিমো ভেরনার বল জালে পাঠালেও অফসাইডের ফাঁদে পড়ে গোল বাতিল হয়। পরের মিনিটে ডি-বক্সে ঢুকে বাইরে মেরে হতাশ করেন এই জার্মান স্ট্রাইকার।

৩৫তম মিনিটে একজনকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে শট নেন স্টার্লিং। ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন দারুণ ফর্মে থাকা অ্যাডওয়ার্ড মেন্ডি।

৪৪তম মিনিটে স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে গ্যাব্রিয়েল জেসুসের পাসে শট নিতে পারেননি অ্যাগুয়েরো। পেছন থেকে ছুটি গিয়ে ফাঁকা জালে বল পাঠান এই ইংলিশ ফুটবলার।

প্রথমার্ধের যোগ করা সহজ সুযোগ নষ্ট করেন সার্জিও অ্যাগুয়েরো। ডি-বক্সে জেসুস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। আর্জেন্টাইন স্ট্রাইকারের দুর্বল ‘পানেনকা’ শট খুব সহজেই ঠেকান মেন্ডি।

৬৩তম মিনিটে সমতায় ফের চেলসি। সেসার আসপিলিকবুয়েতার পাসে মরক্কোর মিডফিল্ডার জিয়াশের নিচু শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়া এদেরসনের হাত ছুঁয়ে জালে জড়ায়। ৭৯ ও ৮১তম মিনিটে বল জালে পাঠিয়েও অফসাইডের কারণে গোল পায়নি সফরকারীরা। ম্যাচ যখন ড্রয়ের পথে, তখনই ব্যবধান গড়ে দেন আলোনসো। ইনজুরি টাইমে ভেরনারের পাসে ছয় গজ বক্সের একটু সামনে থেকে শটে বল জালে পাঠান তিনি।

৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যান সিটি। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে চেলসি। ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে লেস্টার সিটি। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর