× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

খুলনার আশিবিঘায় তোলাবাজদের দৌরাত্ম্য

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১০ মে ২০২১, সোমবার

খুলনা মহানগরীর হরিণটানার আশিবিঘা নামক এলাকায় ভূমিদস্যু, ভূমির দালাল ও ছিচকে তোলাবাজদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। একটি সংঘবদ্ধ চক্র নিরীহ লোকদের বেকায়দায় ফেলে নানাভাবে হয়রানি করছে বলে একাধিক অভিযোগ উঠেছে। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় এবং প্রশাসনের নজরদারি কম থাকায় একের পর এক নানা অপকর্ম করছে এ চক্রটি। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য সার্জেন্ট এসএম জামসেদ লবণচরা থানাসহ বিভিন্ন দপ্তরে একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, অবসরে এসে তিনি জমি কিনে হরিণটানায় ২০১৬ সাল থেকে বসবাস শুরু করেছেন। বর্তমানে নগরীর ক্ষেত্রখালী খালপাড়ে জবা ট্রেডার্স নামে একটি রড ও সিমেন্টের দোকান দিয়ে ব্যবসা করছেন। আশিবিঘায় বসবাসের শুরু থেকেই ওই এলাকার চিহ্নিত জমির দালাল আনোয়ার হোসেন আনুসহ ৩-৪ জন অসাধু তোলাবাজ নানাভাবে তাকে হয়রানি শুরু করে বলে অভিযোগে উল্লেখ করেছেন।
গত ১৯শে মার্চ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে প্রকাশ্যে আনোয়ার হোসেন আনু, শফিকুর রহমান, গোলাম রসুলসহ ৪-৫ জন তার গতিরোধ করে টাকা দাবি করে বলে লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে।
টাকা চাওয়ার কারণ জানতে চাইলে তাকে মারপিট করা হয়। এ ব্যাপারে ওইদিনই লবণচরা থানায় অভিযোগ দেয়া হয়। কিন্তু তাদের অপকর্ম বন্ধ হয়নি।
এছাড়া চক্রটি আশিবিঘায় বসবাসকারী আবুল হোসেন নামে এক ব্যক্তিকে দাবিকৃত টাকা না দেয়ায় বাড়ি থেকে নামিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে গত ২২শে মার্চ লবণচরা থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী আবুল হোসেন। থানায় অভিযোগ করার অপরাধে আবুল হোসেনকে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হুমকি দেয়া হয়েছে বলে তিনি জানান। দাবিকৃত টাকা না দেয়ায় সিনিয়র সাংবাদিক সাহেব আলীর সীমানা প্রাচীর ভেঙে নেয়ার মত অভিযোগও রয়েছে এ চক্রের বিরুদ্ধে। এতোসব অভিযোগের পরেও এ চক্রটিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক না করায় এলাকায় ক্ষোভ দানা বাঁধছে।
এ ব্যাপারে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জামসেদ বলেন, পুলিশকে সকল বিষয় লিখিতভাবে দু’বার জানিয়েছি। কোনো ব্যবস্থা নেয়া হয়নি। নিরূপায় হয়ে আরো কয়েকটি সংস্থার কাছে লিখিত অভিযোগ করেছি বলে তিনি জানান। আবুল হোসেন বলেন, পুলিশকে অভিযোগ দেয়ায় দোকানে এসে হুমকি দিয়েছে। তারপরেও কোনো কাজ হয়নি।
সিনিয়র সাংবাদিক সাহেব আলী বলেন, ভদ্রলোকদের বসবাস করা কঠিন হয়েছে। এরা ছিচকে তোলাবাজ। প্রশাসন ব্যবস্থা নিলে এসব অপকর্ম দ্রুত বন্ধ করা সম্ভব। এ ব্যাপারে লবণচরা থানার অফিসার ইনচার্জ সমির কুমার সরকার বলেন, বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে ওই এলাকায় যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো না থাকায় ছোট খাটো সমস্যা হচ্ছে। তবে আশা করি দ্রুত সবকিছু ঠিক হয়ে যাবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর