× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের দ্বিতীয় চালান

বাংলারজমিন

মোংলা বন্দর প্রতিনিধি
১০ মে ২০২১, সোমবার

মেট্রোরেলের দ্বিতীয় চালান নিয়ে গতকাল দুপুরে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে পৌঁছেছে রেলিজ পতকাবাহী বিদেশি জাহাজ এমভি ওশান গ্রেস। জাপানের কোবে বন্দর থেকে এবারো ছয়টি কোচ নিয়ে মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে এই জাহাজটি। মোংলা বন্দরের বোর্ড ও জনসংযোগ কর্মকর্তা মো. মাকরুজ্জামান জানান, ১১৯ মিটার জাহাজটি মোট ২৬৭ টন মালামাল নিয়ে বন্দরে নোঙর করে। জাপানের কোবে বন্দর থেকে এবারো ছয়টি কোচ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে জাহাজটি। বিদেশি ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান জানান, এবারো মেট্রোরেলের ছয়টি কোচের ৪৮টি প্যাকেজ এসেছে। যার ওজন ২৬৭ টন। এরআগে গত ৩১শে মার্চ মেট্রোরেলের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে আসে ‘এসপিএম ব্যাংকক’ নামক বিদেশি জাহাজ। ওই সময় বন্দরে খালাস হওয়া ছয়টি বগিই এরইমধ্যে নদী পথে ঢাকার উত্তরার দিয়াবাড়ী পৌঁছে গেছে বলে জানা গেছে।
রেলওয়ের এ কারগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করেছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, করোনা মহামারিতে ২৪ ঘণ্টা মোংলা বন্দরের কার্যক্রম চালু রেখেছি। চলতি অর্থবছরের ১০ মাসে বন্দরে মোট ৮৫৮টি জাহাজ আগমন করেছে। তিনি আরো বলেন, মোংলা বন্দরে মেট্রোরেলের বগি নিয়ে আসা এটি দ্বিতীয় চালান। পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে করে মেট্রোরেলের আরো ১৪৪টি বগি এ বন্দর দিয়ে আমদানি ও খালাস হবে বলে জানান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর