× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্যাঙ্গালুরু এফসি’র ভুলের খেসারত দিলো কিংস

খেলা

স্পোর্টস রিপোর্টার
১০ মে ২০২১, সোমবার

এএফসি কাপে সাফল্য পেতে অনেক কিছুই করছে বসুন্ধরা কিংস। গতবার দলটি এনেছিল আর্জেন্টিনার স্ট্রাইকার হার্নান বার্কোসকে। এবার আর্জেন্টিনা ও ব্রাজিলের তিন ফুটবলার নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে কিংস। করোনা মহামারিতে এএফসি কাপের গত আসর বাতিল হওয়ার আগে বসুন্ধরা খেলে মাত্র এক ম্যাচ। এবার এখন পর্যন্ত মাঠেই নামতে পারেনি বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এশিয়ান এই প্রতিযোগিতায় অংশ নিতে গতকাল সন্ধ্যায় মালদ্বীপের বিমানে ওঠার কথা ছিল বসুন্ধরার। ব্যাগপত্র গুছিয়ে বিমানবন্দরে যাওয়ার আগমুহূর্তে বসুন্ধরাকে এএফসি জানায় স্থগিত করা হয়েছে ‘ডি’ গ্রুপের খেলা। জানা গেছে, মালদ্বীপের স্বাস্থ্যবিধি ভঙ্গ করেছেন বেঙ্গালুরু এফসি’র ফুটবলাররা।
এ কারণেই আসরটি স্থগিত করেয়ে এফসি। ১৪ থেকে ২০শে মে পর্যন্ত মালদ্বীপের রাজধানী মালেতে হওয়ার কথা ছিল ম্যাচগুলো। গত মাসে ‘ডি’ গ্রুপের স্বাগতিক হয় মালদ্বীপ। করোনা মহামারির কারণে এই মৌসুমের এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে নির্দিষ্ট ভেন্যুতে। মালদ্বীপে সম্প্রতি বেড়েছে করোনার সংক্রমণ। অনিচ্ছা সত্ত্বেও এএফসির চাপে সূচি অনুযায়ী ম্যাচগুলো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। বিপত্তি বাঁধায় ভারতের ক্লাব বেঙ্গালুরু এফসি। স্বাগতিক ক্লাব ঈগলের বিপক্ষে প্লে-অফের ম্যাচ খেলতে মালদ্বীপে অবস্থান করছে বেঙ্গালুরু। ম্যাচটি হওয়ার কথা ছিল মঙ্গলবার। গতকাল মালদ্বীপের সংবাদমাধ্যমে খবর আসে, কোভিড নীতিমালা ভঙ্গ করেছেন বেঙ্গালুরুর ফুটবলাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায় দলটির তিন বিদেশি ফুটবলার মালের রাস্তায় ঘুরছেন এবং ছবি তুলছেন। এতেই বেঁকে বসে মালদ্বীপ সরকার। অন্যদিকে ‘ডি’ গ্রুপের অন্যতম দল ভারতের এটিকে মোহনবাগান ম্যাচ স্থগিতের জন্য একের পর এক চিঠি পাঠাচ্ছিল এএফসিকে। মোহনবাগানের দুই ফুটবলার ও এক কর্মকর্তা করোনায় আক্রান্ত। বিমান যোগাযোগ বন্ধের কারণে মোহনবাগানের একাধিক বিদেশি খেলোয়াড় ভারতে পৌঁছাতে পারেননি। এত কিছুর পরও এএফসি মোহনবাগানের আরজি শোনেনি। দলটি তাই মালদ্বীপ সফরের জন্য তৈরি ছিল। নিয়ম ভঙ্গ করায় বেঙ্গালুরুকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয় মালদ্বীপ সরকার। মোহনবাগানও চাচ্ছিল না সূচি অনুযায়ী ম্যাচগুলো খেলতে। তড়িঘড়ি করে ম্যাচ স্থগিতের ঘোষণা দেয় এএফসি। ‘ডি’ গ্রুপের ম্যাচগুলো আর মালেতে হবে না বলেও জানায় এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এখনো ঘোষণা করা হয়নি নতুন ভেন্যু ও তারিখ। এর আগে ক্লাব ঈগলসের বিপক্ষে প্লে-অফের এক নম্বর ম্যাচ সময় মতো আয়োজন করতে না পারায় ঢাকা আবাহনীকে বাদ দেয় এএফসি। এতে সরাসরি প্লে-অফের দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ পায় ক্লাব ঈগলস। বেঙ্গালুরু ও ঈগলসের প্লে-অফের দ্বিতীয় ম্যাচটিও স্থগিত হয়ে গেছে। আবাহনী আরেকটি সুযোগ পাবে কি না সেটা জানায়নি এএফসি।

এএফসি’র কাছে ক্ষতিপূরণ চাইবে বসুন্ধরা
৪৫ জনের বিশাল বহর নিয়ে এএফসি কাপ খেলতে মালদ্বীপে যাওয়ার কথা ছিল বসুন্ধরা কিংসের। মালেতে অগ্রীম হোটেল বুকিংও দেয়া ছিল। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য খরচও হয়েছে ঢের। মালদ্বীপ যাত্রার কয়েক ঘণ্টার আগে ‘ডি’ গ্রুপের ম্যাচগুলো স্থগিতে হতাশ-ক্ষুব্ধ ২০১৮-১৯ মৌসুমের লীগ চ্যাম্পিয়নরা। শেষ মুহূর্তে এসে স্থগিতের সিদ্ধান্তে বড় ক্ষতি হয়েছে কিংসের। এজন্য এএফসির কাছে ক্ষতিপূরণ দাবি করবে ক্লাবটি। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘দু’একদিনের মধ্যে আমরা এএফসির কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করব। দেখি তারা কতটুকু পদক্ষেপ নেয়। সন্তুষ্ট হওয়ার মতো কিছু না হলে আমরা ফিফার দ্বারস্থ হবো।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর