× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সাভারে লিফটে আটকা পড়ে পোশাক কারখানার অপারেটরের মৃত্যু

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
১০ মে ২০২১, সোমবার

সাভারে একটি তৈরি পোশাক কারখানার ১০ তলা ভবনের লিফটে আটকা পড়ে ওই প্রতিষ্ঠানের লিফট অপারেটরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সাভার পৌর এলাকার বিরুলিয়া রোডে অবস্থিত আজিম গ্রুপের গ্লোবাল ফ্যাশন লিমিটেড ও গ্লোবাল আউটার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। নিহত লিফটম্যানের নাম মো. জহিরুল ইসলাম (৩২)। তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল দক্ষিণপাড়া গ্রামের মো. দ্বীন ইসলামের ছেলে। নিহত জহিরুলের স্ত্রী ও এক সন্তান নিয়ে সাভার মাশরুম উন্নয়ন কেন্দ্রের কোয়ার্টারে থেকে আজিম গ্রুপে লিফটম্যানের চাকরি করতেন।
কারখানার শ্রমিকরা অভিযোগ করেন, প্রতিদিনই কারখানাটির দুটি লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অত্যন্ত ঝুঁকি নিয়ে বাধ্য হয়েই লিফটে চলাচল করে শ্রমিক-কর্মচারীরা। এই মুহূর্তে বিষয়টির সুরাহা না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন- সকাল সাড়ে সাতটার দিকে আজিম গ্রুপের গ্লোবাল ফ্যাশন লিমিটেড কারখানার ১০ তলা ভবনের এক নম্বর লিফটে ডিউটি করছিলো অপারেটর জহিরুল ইসলাম। হঠাৎ লিফটটি বিকল হয়ে গেলে তৃতীয় তলা থেকে তার ছিঁড়ে নিচে পড়ে যায়। প্রায় আধাঘণ্টা পরে কারখানার লোকজন লিফট খুলে অপারেটর জহিরুল ইসলামকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আজিম গ্রুপের নির্বাহী পরিচালক জাহিদুর রহমান বলেন, কারখানার একটি লিফটের দরজা আটকা পড়ে লিফটম্যান আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কোনো নিহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ আলী বলেন, সকালে আজিম গ্রুপ থেকে জহিরুল ইসলাম নামে একজন শ্রমিককে নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তবে জরুরি বিভাগে আনার আগেই তিনি মারা গেছেন। সাভার মডেল থানার উপ-পরিদর্শক এসআই ইমরান হোসেন জানান, নিহত লিফট অপারেটর জহিরুল ইসলামের মরদেহটির সুরতহাল করা হয়েছে। এ ঘটনায়  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর