× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বালিয়াকান্দিতে সুদের টাকা তুলতে হালখাতা

বাংলারজমিন

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
১০ মে ২০২১, সোমবার

চাল, তেল, মুদি দোকানি, চা দোকানি, হার্ডওয়ার ব্যবসায়ী, স্যালো, ট্রাক্টর মালিকসহ নানা ধরনের পেশার মানুষের হালখাতা বেশ পুরনো রেওয়াজ। কিন্তু রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রতিবছর ভিন্ন রকমের এক হালখাতার আয়োজন করেন সুদ কারবারিরা। অন্য ব্যবসার মতোই সুদগ্রহণকারীদের বাড়িতে চিঠি প্রদান করে বাৎসরিক রিকভারি করা হয়। প্রকাশ্যে ধুমধামের মধ্যে দিয়েই হালখাতার মাধ্যমে তাদের টাকা আদায় করে। গতকাল উপজেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল বাজার আশার আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এ বার্ষিক রিকভারি হালখাতার আয়োজন করেছে। তাদের বিতরণকৃত এ হালখাতার চিঠিতে উল্লেখ করা হয়, ২৫শে বৈশাখ ১৪২৮ বাংলা, গতকাল আশার আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এর বার্ষিক রিকভারি। তাই আপনি আপনার মুনাফাসহ আসল টাকা পরিশোধ করিতে বাধ্য থাকিবেন। আপনার উপস্থিতি ও সহানুভূতি একান্তভাবে কামনা করি।
ধন্যবাদান্তে সভাপতি। সুদে টাকা নেয়া কয়েকজন নাম না প্রকাশের শর্তে বলেন, এ হালখাতাটি জঙ্গল বাজারের স্বর্ণ ব্যবসায়ী সুজিত বিশ্বাসের ঘরে অনুষ্ঠিত হচ্ছে। তবে এ বিষয়ে সুজিত বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। বালিয়াকান্দি উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম বলেন, আমার জানামতে এ নামে কোনো সমিতি নেই। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, বিষয়টি এখনই জানতে পেরেছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে এ হালখাতাটি বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। বন্ধ না হলে কঠোরভাবে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর