× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মৌলভীবাজারে গ্রেটার সিলেট’র খাদ্যসামগ্রী বিতরণ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১০ মে ২০২১, সোমবার

 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার তৈয়ব নগর (বাউরভাগ) সৈয়দা তাহেরুন নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডা. ছাদিক আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীন ও যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুহিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, বকশি ইকবাল আহমদ, এস এম উমেদ আলী, অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক জিলাল উদ্দিন আহমদ, সহযোগী অধ্যাপক রফি উদ্দিন নিজাম, জিপি এডভোকেট আবুল কালাম জিলা, ডা. এ.কে জিল্লুল হক, সমাজসেবী সৈয়দ নওশের আলী খোকন, ডাঃ সৈয়দ কেফায়েত উল্লাহ, রুয়েল আহমদ, ফয়ছল মকিছ, ইকবাল হোসেন, মো. শাহাবুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে দুই শতাধিক কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, তৈল, আলু, চিনি, পিয়াজ, রসুন, ডাল, ময়দা, সেমাই, রান্না করার মসলা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর