বাংলারজমিন

‘রূপগঞ্জের কোনো মানুষ অনাহারে থাকবে না’

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২০২১-০৫-১১

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম বলেছেন, রংধনু শিল্পগোষ্ঠী যতদিন রয়েছে ততদিন রূপগঞ্জের একটি পরিবারও অনাহারে থাকবে না। মহামারি করোনায় কর্মহীন যেকোনো মানুষ নির্দ্বিধায় আমাকে স্মরণ করবেন। আমার সাধ্যানুযায়ী আপনাদের পাশে পাবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনবান্ধব কর্মসূচির আওতায় রংধনু পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জের ৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আরো দেড় লাখ পরিবার পেয়েছেন রংধনু গ্রুপের জনবান্ধব গাড়ির সেবা। ঈদের আনন্দ রূপগঞ্জবাসীর সঙ্গে ভাগাভাগি করে নিতে আরো ৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় এর উদ্বোধন করা হলো। গতকাল বিকালে উপজেলার কাঞ্চন এলাকায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ দিন তিনি কাঞ্চন পৌর অঞ্চল ছাড়াও তারাবো, মুড়াপাড়া,  ভুলতা ও গোলাকান্দাইল এলাকাবাসীর মাঝে ঈদ উপহার বিতরণের উদ্বোধন করেন। নারায়ণগঞ্জের জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শাজাহান ভুঁইয়া, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, কেন্দ্রীয় যুবলীগের শ্রম ও কর্মসংস্থান সম্পাদক লায়ন শাহিন মালুম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান ভুঁইয়া সজীব, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status