বাংলারজমিন
দৌলতদিয়ায় ১৬০০ দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
২০২১-০৫-১১
ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়ায় উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ১৬০০ দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে ফাউন্ডেশনের চেয়ারম্যান ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং ফাউন্ডেশনের পরিচালক ফারজানা’র সার্বিক ব্যবস্থাপনায় অসহায় নারী, পুরুষ, ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ১৪০০ শাড়ি, ২০০ লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর এবং অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।