বাংলারজমিন
নড়াইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কিশোর নির্যাতনের অভিযোগ
নড়াইল প্রতিনিধি
২০২১-০৫-১১
নড়াইলের বাঐসোনা ইউপি চেয়ারম্যান ফোরকান মোল্যা (৪৮) কর্তৃক কিশোরকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গত রোববার উপজেলার বাঐসোনা ইউনিয়নের শরীফপুর গ্রামের শ্মশানের সামনে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান ফোরকান মোল্যা উপজেলার নড়াগাতি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাল জামা পরা এক কিশোরকে রাস্তার ওপর ফেলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করছেন চেয়ারম্যান ফোরকান। এ সময় বারবার কাকুতি-মিনতি করেও চেয়ারম্যানের মন গলাতে পারেনি ওই কিশোর। অকথ্য ভাষায় গালি দিয়ে কিশোরের বুকের উপর উঠে লাথি মারতে থাকেন। এ ঘটনার তীব্র নিন্দা ও চেয়ারম্যানের শাস্তির দাবি করছেন এলাকাবাসী। তবে কি কারণে এ কিশোরকে নির্যাতন করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।