× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

আরো এক বছর ম্যানইউতে থাকছেন কাভানি

খেলা

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২১, মঙ্গলবার


শেষ দুই ম্যাচে তিন গোল দিয়ে ফর্ম দেখান এডিনসন কাভানি। আর দ্রুতই পেলেন পুরস্কার। কাভানির সঙ্গে এক বছর চুক্তির মেয়াদ বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড । নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সালের জুন পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতে থাকবেন উরুগুয়ের অভিজ্ঞ এই স্ট্রাইকার। এক বিবৃতিতে সোমবার চুক্তির বিষয়টি নিশ্চিত করে চলতি মৌসুমে প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলটি।

গত বছরের অক্টোবরে ফ্রি ট্রান্সফারে ফারসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে ইউনাইটেডে যোগ দেন কাভানি। তার সঙ্গে এক মৌসুমের চুক্তি করেছিল ম্যানচেস্টারের ক্লাবটি। চুক্তিপত্রে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভাষা ব্যবহার করার দায়ে গত ডিসেম্বরে তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন কাভানি। ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকারের বাবা গত মার্চে বলেছিলেন, ইংল্যান্ডে কাভানি স্বচ্ছন্দ বোধ করছেন না এবং তিনি দক্ষিণ আমেরিকার কোনো ক্লাবে ফিরতে চান।
শেষ পর্যন্ত অবশ্য ইউনাইটেডেই রয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে ১৫ গোল করেছেন কাভানি। এর মধ্যে গত রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে দলের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে একটিসহ সবশেষ সাত ম্যাচে তার গোল আটটি। এর আগে উয়েফা ইউরোপা লীগের খেলায় রোমার বিপক্ষে জোড়া গোল করেন কাভানি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর