× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ভ্রমণ নিষেধাজ্ঞায় অনিশ্চিত পিএসএল

খেলা

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২১, বুধবার

করোনা পরিস্থিতির কারণে জুনে পাকিস্তানে পুনরায় পাকিস্তান সুপার লীগ (পিএসএল) শুরু করা সম্ভব নয়। সে কারণে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আমিরাতে টুর্নামেন্ট করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার! কর্তৃপক্ষ পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ থেকে আগতদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। যা কার্যকর হচ্ছে আজ থেকেই। ফ্র্যাঞ্চাইজিগুলোর ইচ্ছার কারণেই পিএসএলের বাকি ম্যাচ মরুর দেশটিতে করতে রাজি হয়েছিল পিসিবি। সংযুক্ত আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও চলছিল। যাতে আরব আমিরাত সরকারের কাছ থেকে অনুমতি আদায় করা যায়। কিন্তু দেশটির ভ্রমণ নিষেধাজ্ঞায় টুর্নামেন্ট হওয়া নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।
পিসিবির এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘পিসিবি আশা করেছিল সবকিছু হয়তো আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সুরাহা হবে। যেহেতু দুই দেশেই সামনে ঈদের ছুটি আছে। কিন্তু নিষেধাজ্ঞার ফলে পিসিবির কাছে এখন একটি অপশন থাকছে। সেটা হলো করাচিতেই ম্যাচগুলো আয়োজন করা।’ অবশ্য ওই মুখপাত্র আরো বলেছেন যে, ম্যাচগুলো করাচিতে আয়োজনের পক্ষে নয় পিসিবি। মার্চে এখানে টুর্নামেন্ট আয়োজনের কারণেই বিপদের মুখোমুখি হতে হয়েছিল। করোনা আক্রান্ত হচ্ছিলেন খেলোয়াড়সহ অফিসিয়ালরা। যে কারণে টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল।
এই অবস্থায় আরেক বিকল্প হিসেবে শ্রীলঙ্কা থাকলেও সেখানকার কড়া স্বাস্থ্যবিধিসহ অনেকগুলো ঝক্কি-ঝামেলার বিষয় রয়েছে। ফলে টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়েই শঙ্কা দেখা দিয়েছে!    
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর