× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

বক্সারের পর গাজীপুর /গঙ্গায় ভেসে আসছে লাশ

শেষের পাতা

মানবজমিন ডেস্ক
১২ মে ২০২১, বুধবার

লাশ! আরো লাশ! গঙ্গায় যেন লাশের সারি। সোমবার বিহারে গঙ্গায় ৪০/৪৫টি গলিত, অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করে তা মাটিচাপা দেয়া হয়েছে। এরপর গতকাল মঙ্গলবার উত্তর প্রদেশে আরো মৃতদেহ ভেসে যেতে
দেখা গেছে সেই গঙ্গায়ই। ভয়াবহ, গা শিউরে উঠা এ দৃশ্যে আতঙ্কে মুষড়ে পড়েছেন উত্তর প্রদেশের গাজীপুরের মানুষ। তবে আজ কতোটি মৃতদেহ ভেসে গেছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। খবরে বলা হয়েছে, বিহারের বক্সারে সোমবার উদ্ধার করা হয় ৪০/৪৫টি লাশ। কোনো কোনো প্রত্যক্ষদর্শী বলেন, এই লাশের সংখ্যা একশ’ বা দেড়শ’।
সেই ভীতিকর দৃশ্য পার করার একদিন পরেই মঙ্গলবার বিহারের বক্সার থেকে প্রায় ৫৫ কিলোমিটার উজানে উত্তর প্রদেশের গাজীপুরে ভাসতে দেখা গেছে বেশকিছু মৃতদেহ। এতে ওই এলাকাজুড়ে হতাশা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিহার কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের রাজ্যে যেসব লাশ সোমবার ভেসে গিয়েছে তা উত্তর প্রদেশের। কারণ, বিহারে কোনো মৃতদেহ পানিতে ভাসিয়ে দেয়ার রীতি নেই। ভারতের উত্তরাঞ্চলে করোনাভাইরাস যেহেতু ভয়াবহ অবস্থায় ছড়িয়ে পড়েছে, তাই ধারণা করা হয় এসব মৃতদেহ করোনা রোগীদের। শ্মশান বা কবরস্থানে স্থান সংকুলান না হওয়ার কারণে তা ভাসিয়ে দেয়া হয়েছে পানিতে। তবে এর ফলে নদী ও নদীকে কেন্দ্র করে যেসব মানুষ জীবিকা নির্বাহ করে তা সংক্রমিত হওয়ার আশঙ্কা তীব্র হয়েছে। স্থানীয়রাও মনে করছেন পানিতে এসব মৃতদেহ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে তা এক ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করতে পারে। ফলে স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করছে। গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেট এমপি সিং বলেছেন, আমরা এ বিষয়ে তথ্য পেয়েছি। ঘটনাস্থলে উপস্থিত আছেন আমাদের কর্মকর্তারা। তারা সবকিছু তদন্ত করছেন। এসব লাশ কোথা থেকে এসেছে তা আমরা তদন্ত করে দেখছি।
স্থানীয় একজন বাসিন্দা আখন্দ বলেছেন, আমরা এসব বিষয়ে প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি তারা। যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে আমরাও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবো। ওদিকে বক্সারের ঘটনার উদ্ধৃতি দিয়ে জলশক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত টুইটে বলেছেন, স্থানীয় প্রশাসনকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে তিনি বলেছেন। তিনি আরো বলেছেন, বক্সারে গঙ্গায় মৃতদেহ ভাসতে দেখাটা দুর্ভাগ্যের। এ বিষয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। ‘মাতা’ গঙ্গাকে পরিষ্কার রাখতে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। সেখানে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর