× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা   /ভারতে কোভিড সংক্রমণ কমার ইঙ্গিত, বাংলা সেই তিমিরেই 

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী,  কলকাতা   
(২ বছর আগে) মে ১২, ২০২১, বুধবার, ৯:১৪ পূর্বাহ্ন

ভারতের ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৬টি বাদে বাকিগুলোতে উপর্যুপুরি তৃতীয় দিনে কোভিড সংক্রমণ কমার ইঙ্গিত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে,  কোভিড ভারতে দ্বিতীয় ওয়েভ- এর পিকে পৌঁছে গেছে। এবার তা  হ্রাস পাবে। যদিও কোভিডে মঙ্গলবারও ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে,  গত ১৪  দিনে মোট  মৃতের সংখ্যা ৫০ হাজার । গড়ে প্রতিদিন তিন হাজার ৫২৮,  তাও সংক্রমণের হার কমছে।  কিন্তু  যে ৬টি রাজ্যে কোভিড কমার কোনো লক্ষণ নেই সেগুলো হলো-  বাংলা,  পাঞ্জাব,  কেরালা,  গোয়া,  কর্ণাটক এবং তামিলনাড়ু।  এর মধ্যে বাংলার অবস্থা সব থেকে কঠিন। মঙ্গলবার পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছে ২০ হাজার ১৩৬ জন।  মৃত ১৩২।  এই ১৩২- এর  মধ্যে বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের তিনজন-  তরুণ নাথ,  মনোয়ারা হোসেন এবং ধীমান পালও আছেন।  এরা অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসপাতালে প্রচুর অক্সিজেন মজুত ছিল, কিন্তু সিলিন্ডার থেকে রোগীর দেহে প্রবেশ করানোর জন্য প্রয়োজনীয় ফ্লোমিটার না থাকায় বিপত্তি।  মাত্র তিনটি ফ্লোমিটার আছে হাসপাতালে। ২০ টির অর্ডার দেয়া হয়েছিল।
সরবরাহকারীরা তা দিতে পারেনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর