বিশ্বজমিন
ফিলিস্তিনে যুদ্ধাপরাধ ঘটে থাকতে পারে- আইসিসি প্রসিকিউটর বেনসুদা
মানবজমিন ডেস্ক
২০২১-০৫-১২
ফিলিস্তিনের পশ্চিমতীরে ভয়াবহ সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)। এর প্রকিসিউটর ফাতু বেনসুদা বলেছেন, পশ্চিম তীরে যুদ্ধাপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে। তিনি এ নিয়ে টুইট করেছেন। এতে বলেছেন, আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি পশ্চিমতীর, পূর্ব জেরুজালেম, গাজার ভিতরে ও বাইরে ভয়াবহ সহিংসতা চলছে। রোম স্ট্যাচু-এর অধীনে সেখানে যুদ্ধপরাধ হয়ে থাকতে পারে।