অনলাইন

কবিতা

হে জনগণ

শহীদুল্লাহ ফরায়জী

২০২১-০৫-১২

হে জনগণ
স্বাধীনতা ন্যস্ত করো আমার উপর
ভয়ঙ্কর দাসত্ব গ্রহণ করো
আমার নামে নিজেরা ধ্বংস হয়ে 
অন্যকে ধ্বংস করো
পরস্পর পরস্পরকে নিধন করো
আমার বশ্যতা স্বীকার করো

হে  জনগণ
এই বিভীষিকাময় মুহূর্তে
আমি প্রতিশ্রুতি দিচ্ছি
তোমাদের ওপর প্রভুত্ব করার
অনুগ্রহ করে সম্মতি দিচ্ছি
তোমরা স্বাধীনতাকে অগ্রাহ্য করো
বিবেক কুক্ষিগত করো

হে জনগণ
আমি নিজেকে একচ্ছত্র অধিপতিরূপে 
ঘোষণা করছি
তোমাদের সত্য অধিকার স্বাধীনতা
আমার কাছে গচ্ছিত রাখবে
তোমরা বিদ্রোহ চূর্ণ করবে অগ্রাহ্য করবে
অহরহ ভীতি সঞ্চার করবে
নীরবে অশ্রু বিসর্জন করবে
দুঃখ-দুর্দশাকে আলিঙ্গন করবে

হে নির্বোধ জনগণ
আমি তোমাদের জন্য অনিবার্য
অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ মুক্তিদাতা
চারিদিকে আমার নামে কুচকাওয়াজ
আমার সকল ব্যর্থতা 
মহৎ কীর্তি হয়ে রইবে
আমার শক্তি প্রয়োগে 
ছিন্নভিন্ন হোক দেহ
রক্তপাতে উর্বর হোক মাটি
শব যাত্রা হোক দীর্ঘ 
তবু আনন্দ গান গেয়ে উঠবে

হে প্রিয় জনগণ
আমি অপরিসীম বেদনায় ঘোষণা করছি
সেদিনই আমার পতন শুরু
যেদিন রাজকীয় ভূষণে ভূষিত হয়ে
মহত্তম অনুপ্রেরণা দিয়েছি নির্বাসনে

প্রিয় দেশবাসী
আমার ক্ষমতার মসনদ এখন 
অন্ধকারাচ্ছন্ন কুঠুরিতে
আমার কফিন বাহকরাও
আমায় ঘৃণা করে 
এখন মহা বিচারকের
ক্রোধের আগুনে
আমি দণ্ডায়মান।

১২.০৫.২০২১
[email protected]
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status