× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কবিতা / হে জনগণ

অনলাইন

শহীদুল্লাহ ফরায়জী
(২ বছর আগে) মে ১২, ২০২১, বুধবার, ৬:৫৪ অপরাহ্ন

হে জনগণ
স্বাধীনতা ন্যস্ত করো আমার উপর
ভয়ঙ্কর দাসত্ব গ্রহণ করো
আমার নামে নিজেরা ধ্বংস হয়ে 
অন্যকে ধ্বংস করো
পরস্পর পরস্পরকে নিধন করো
আমার বশ্যতা স্বীকার করো

হে  জনগণ
এই বিভীষিকাময় মুহূর্তে
আমি প্রতিশ্রুতি দিচ্ছি
তোমাদের ওপর প্রভুত্ব করার
অনুগ্রহ করে সম্মতি দিচ্ছি
তোমরা স্বাধীনতাকে অগ্রাহ্য করো
বিবেক কুক্ষিগত করো

হে জনগণ
আমি নিজেকে একচ্ছত্র অধিপতিরূপে 
ঘোষণা করছি
তোমাদের সত্য অধিকার স্বাধীনতা
আমার কাছে গচ্ছিত রাখবে
তোমরা বিদ্রোহ চূর্ণ করবে অগ্রাহ্য করবে
অহরহ ভীতি সঞ্চার করবে
নীরবে অশ্রু বিসর্জন করবে
দুঃখ-দুর্দশাকে আলিঙ্গন করবে

হে নির্বোধ জনগণ
আমি তোমাদের জন্য অনিবার্য
অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ মুক্তিদাতা
চারিদিকে আমার নামে কুচকাওয়াজ
আমার সকল ব্যর্থতা 
মহৎ কীর্তি হয়ে রইবে
আমার শক্তি প্রয়োগে 
ছিন্নভিন্ন হোক দেহ
রক্তপাতে উর্বর হোক মাটি
শব যাত্রা হোক দীর্ঘ 
তবু আনন্দ গান গেয়ে উঠবে

হে প্রিয় জনগণ
আমি অপরিসীম বেদনায় ঘোষণা করছি
সেদিনই আমার পতন শুরু
যেদিন রাজকীয় ভূষণে ভূষিত হয়ে
মহত্তম অনুপ্রেরণা দিয়েছি নির্বাসনে

প্রিয় দেশবাসী
আমার ক্ষমতার মসনদ এখন 
অন্ধকারাচ্ছন্ন কুঠুরিতে
আমার কফিন বাহকরাও
আমায় ঘৃণা করে 
এখন মহা বিচারকের
ক্রোধের আগুনে
আমি দণ্ডায়মান।

১২.০৫.২০২১
[email protected]
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর