অনলাইন

চট্টগ্রামে সুবিধাবঞ্চিতদের জন্য পুলিশের 'ফ্রি ঈদ মার্কেট '

 স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২০২১-০৫-১২

মাত্র একদিন পর ঈদ।তবে এখনো পরিবারের কারো জন্য কিছুই কেনা হয়নি রিজিয়া বেগমের।তাই দুই কন্য শিশুকে নিয়ে নগরীর আগ্রাবাদ এলাকার স্বামীহারা এই নারী আজ বুধবার দুপুরে এসেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সংলগ্ন জাম্বুরী মাঠে।সেখানে পুলিশের ঈদ মার্কেট বসেছে। যেখানে কাপড়- চোপড়, খাবার-দাবার সবকিছুই পাওয়া যাচ্ছে ফ্রি-তে। নিম্ন আয়ের মানুষের জন্য ব্যতিক্রমী এই 'ফ্রি ঈদ মার্কেট' শুরু করেছে নগরীর ডবলমুড়িং থানার পুলিশ। লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটি’র সহযোগিতায় এই ঈদ মার্কেট আজ বুধবার ( ১২ মে) সকাল সাড়ে ১১ টায় শুরু হয়ে বিকেল তিনটায় টায় শেষ হয়। সেখান থেকে কমপক্ষে এক হাজার মানুষ তাদের প্রয়োজনীয় ঈদ সামগ্রী ফ্রি-তে পেয়ে যায়। দুপুরে এই ফ্রি ঈদ মার্কেটের সামনে দেখা যায় ক্রেতাদের লম্বা লাইন। যেখানে শৃঙ্খলা বজায় রাখতে হিমশিম খাচ্ছেন পুলিশ সদস্যরা। মাইকে স্বাস্থ্যবিধি সম্পর্কিত নানা সতর্কবাণীও বলা হচ্ছিলো।আর প্রচন্ড গরমের মধ্যে এসেও কাঙ্ক্ষিত ঈদ সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠছেন এসব সুবিধাবঞ্চিত মানুষ। ভেতর গিয়ে দেখা যায়, বিভিন্ন আইটেম নিয়ে মোট সাতটি কর্নার খোলা হয়েছে সেখানে। করোনায় চট্টগ্রামে মারা যাওয়া সাত পুলিশ সদস্যের নামে করা হয়েছে এসব কর্ণারের নামকরণ। প্রতিটি কর্নারেই পৃথকভাবে শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি, বাচ্চাদের পোশাক, টি-শার্ট, টুপি, সেমাই, নুডুলসহ নানান খাবার-দাবার সাজানো আছে। ক্রেতারা পোশাকসহ প্রত্যেক আইটেম থেকে একটি করে নেয়ার সুযোগ পাচ্ছেন। মেয়েদের হাতে মেহেদী লাগানোর ব্যবস্থাও ছিল অন্য রকম এই ঈদ আয়োজনে। ব্যাতিক্রমী এই মার্কেটে শপিং করতে এসেছেন সিরাজ মিয়া। এখান থেকে ফ্রিতে ঈদের সব কেনাকাটা করতে পেরে খুব খুশি এই রিক্সা শ্রমিক। বাসায় ফিরতে সব আইটেম হাতে নিয়ে নিজের রিকশায় উঠাতে উঠাতে এই সুবিধাবঞ্চিত মানুষ বলেন,“টোকেন দিয়ে এভাবে ঈদের কাপড়-চোপড়, টুপি, খাবার দিতে আগে কখনো দেখিনি। দুই ছেলের জন্য নতুন কাপড় আর খাবার পেয়ে আমি খুব খুশি। আল্লাহ ওসি স্যারকে অনেকদিন বাঁচিয়ে রাখুক।' চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (পশ্চিম) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ সকাল সাড়ে ১১ টায় আনুষ্ঠানিকভাবে এই মার্কেটের উদ্বোধন করেন এসময় অতিরিক্ত উপ কমিশনার পলাশ কান্তি নাথ, সহকারি কমিশনার শ্রীমা চাকমা, ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন, লায়ন শামচুউদ্দিন সিদ্দিকী, লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটির সভাপতি লায়ন রাজেশ চৌধুরী, লায়ন গাজী মোঃ শহীদুল্লাহ, লায়ন কামরুল ইসলাম পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। এই মানবিক উদ্যোগের বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান,অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য এই 'ফ্রি ঈদ মার্কেটের আয়োজন করা হয়েছে। এখান থেকে ক্রেতারা সেমাই, নুডুলস, লুঙ্গি, পাঞ্জাবি, টি শার্ট, শাড়ি, ছোটদের পোশাক, টুপি কিনেছেন সম্পূর্ণ ফ্রি-তে। সবাই নিজেদের চাহিদা মাফিক এবং পছন্দ অনুযায়ী কেনাকাটা করেছেন। '
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status